ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

প্রকাশিত: ১০:১৬, ২৩ জানুয়ারি ২০২০

 গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোন  করে উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামে আসমা বেগম (৩২) নামের এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। নির্যাতিতার স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন ওই গ্রামের মৃত আরিফ সরকারের ছেলে শরীফুল ইসলাম (শরিফ ডাক্তার), শাহেদ সরকার, জনি সরকার, শরীফুল ইসলামের স্ত্রী সীমা আক্তার। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
×