ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাবানলের মধ্যেই ধূলিঝড়

প্রকাশিত: ১০:১৬, ২৩ জানুয়ারি ২০২০

  দাবানলের মধ্যেই  ধূলিঝড়

অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলে দিনের পর দিন বিস্তীর্ণ এলাকা পুড়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই দাবানলে পোড়ার মধ্যেই এবার ধূলিঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছে। সম্প্রতি দেশটির অনেক অঞ্চল ব্যাপক ধূলিঝড়ে ঢেকে যায়। সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টিও নামে। বৃষ্টির সঙ্গে কোন কোন এলাকায় গলফ বলের আকারে শিলাও পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ধূলিঝড় ও বৃষ্টির বেশকিছু ছবিও ভিডিওতে দেখা যাচ্ছে, পর্বতাকারের ধুলা এগিয়ে যাচ্ছে। ধুলায় সূর্যের আলো অস্পষ্ট হয়ে গেছে। কখনও ঘরের ভেতর থেকে আবার কখনও রাস্তায় দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন নিউ সাউথ ওয়েলসের কয়েকজন বাসিন্দা। বেশকিছু এলাকায় ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হয়েছে কয়েকদিন আগে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। আবার অস্ট্রেলিয়ার কিছু এলাকায় সবুজ প্রকৃতিও দেখা গেছে। পুড়ে যাওয়া মাঠে ঘাস গজিয়ে উঠছে আবারও। -সিএনএন
×