ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিবির সন্দেহে ঢাবির ৪ শিক্ষার্থীকে পুলিশে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ১০:১২, ২৩ জানুয়ারি ২০২০

 শিবির সন্দেহে ঢাবির  ৪ শিক্ষার্থীকে  পুলিশে দিল  ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলের চার শিক্ষার্থীকে শিবিরের রাজনীতিতে জড়িত থাকার সন্দেহে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর ও তার নেতৃত্বাধীন ছাত্র সংগঠনের জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।’ মঙ্গলবার রাত ১২টার দিকে শহীদ সার্জেন্ট জহরুল হক হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম আহতদের শাহবাগ থানায় হস্তান্তর করে। পুলিশ মঙ্গলবার রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের মোঃ মুকিম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের সানোয়ার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের আফসার উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মারধরের ঘটনায় হল শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, হল সংসদের ভিপি সাইফুল্লাহ আব্বাসী অনন্তসহ কয়েকজন জড়িত বলে জানা গেছে। ছাত্রলীগ নেতাদের দাবি, এই শিক্ষার্থীদের কাছে শিবিরের বই পাওয়া গেছে। শিবির সংশ্লিষ্টতার প্রমাণ পুলিশকে দেয়া হয়েছে।
×