ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুনাফায় ফিরেছে ন্যাশনাল ফিড

প্রকাশিত: ০৯:৫৪, ২৩ জানুয়ারি ২০২০

  মুনাফায় ফিরেছে ন্যাশনাল ফিড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লোকসান থেকে মুনাফায় ফিরেছে। আগের বছরের একই সময়ে লোকসান হলেও চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) মুনাফায় ফিরেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.২১ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.০৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.২৪ টাকা বা ৮০০ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইপিএস হয়েছে ০.০৯ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.০৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৫ টাকা বা ২৫০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯২ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×