ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আমি জীবিত অবস্থায় ভালবাসার মর্মটা বুঝতে পারছি’

প্রকাশিত: ০৯:৫২, ২৩ জানুয়ারি ২০২০

  ‘আমি জীবিত অবস্থায় ভালবাসার মর্মটা বুঝতে পারছি’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে প্রশ্ন ছিল, নিষিদ্ধ খেলোয়াড়ের প্রতি মানুষের প্রচুর ভালবাসা কতটা এনজয় করেন? সাকিব বলেন, ‘বাংলাদেশে অনেকবারই শুনেছেন কিংবা এই কথা প্রচলিতও আছে. ‘জীবিত থাকতে মর্মটা বোঝা যায় না।’ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। আমি খুশি, যেহেতু সবার ভালবাসা আছে। এখানে আমার দায়িত্বটা বেড়ে যায় স্বাভাবিকভাবে। আমি চেষ্টা করব এই দায়িত্বটা পালন করতে।’ সাকিবের সঙ্গে লাইফবয়ের সম্পর্কটা অনেক ভাল। ৯ বছর হলো লাইফবয়ের সঙ্গে আছেন সাকিব। আরও তিন বছর থাকছেন। বুধবার লাইফবয়ের একটি অনুষ্ঠানেই সাকিব নিজের সম্বন্ধে কথা বলেন। নিষিদ্ধ হওয়ার পর থেকে গণমাধ্যম এড়িয়ে চলেন সাকিব। এবার মন খুলে কথা বললেন। পাকিস্তান সফরে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। এই সফরে যেন ক্রিকেটাররা নিরাপদে যায় ও ফিরে আসতে পারে এবং সাফল্য নিয়ে দেশে ফিরে সেই আশা করেছেন সাকিব। বলেছেন, ‘আমি আশাকরি সবাই যেন নিরাপদে যেতে পারে এবং খেলে ফিরে আসতে পারে। অবশ্যই বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে। শ্রীলঙ্কা শেষবার যখন গেল ৩-০তে জিতে এসেছে পাকিস্তানের সঙ্গে। তো আমাদেরও ভাল ফল করা উচিত।’ ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় এক বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। নিষিদ্ধ হওয়ার পর আর ক্রিকেটে নেই। সাকিব কি নিজেকে এভাবে তৈরি করছেন? তিনি জানান, ‘সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের আমি ফিরে আসা পর্যন্ত। বললাম আমি অনেক কিছু করে আসছি এবং আসার পর কিছু প্রমাণিত হলো না সেটার ফল ভাল হবে না, গ্রহণযোগ্যও হবে না। অপেক্ষা করেন সব ঠিকঠাক থাকলে উত্তর সময়ই বলে দেবে।’ ক্রিকেট মিস করছেন? সাকিব বলেন, ‘একটা জিনিসের সঙ্গে যদি আপনার সম্পৃক্ততা থাকে, সেটা আপনার পছন্দের হোক, না পছন্দের হোক, আপনি সেটাকে মিস করবেন, এটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু না।’ বাইরের জীবন কেমন কাটছে? সাকিব বাইরের জীবন নিয়ে কথা বলতে তেমন রাজি নন। তবে অন্য সব কাজ করার সুযোগ হচ্ছে। তা করেই যে সময় কাটছে তা জানান। নিয়মিত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গেও যে কথা হয়, তাও বলেন, ‘কথা হয় আমার নিয়মিত। প্রধান কোচের সঙ্গে কথা তো হয়ই। সবসময় কোচিং স্টাফের সঙ্গে কথা হলে যে খেলা নিয়েই হবে এমন না, কিন্তু অনেকের সঙ্গেই যোগযোগ আছে।’
×