ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হারারে টেস্ট, ম্যাথুসের ডাবল সেঞ্চুরিতে লঙ্কার বড় সংগ্রহ

প্রকাশিত: ০৯:৫২, ২৩ জানুয়ারি ২০২০

  হারারে টেস্ট, ম্যাথুসের ডাবল সেঞ্চুরিতে  লঙ্কার বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাঞ্জেলো ম্যাথুসের ডাবল সেঞ্চুরির সৌজন্যে হারারে টেস্টে ৯ উইকেটে ৫১৫ রানের বড় স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারী শ্রীলঙ্কা। ১৬ চার ও ৩ ছক্কায় ঠিক ২০০ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৮৫তম সাবেক লাঙ্কান অধিনায়কের এটি প্রথম ডাবল সেঞ্চুরি এবং ক্যারিয়ার সেরা ইনিংস। ৯ সেঞ্চুরির মধ্যে আগের সর্বোচ্চ ছিল ১৬০। সঙ্গে কুসল মেন্ডিসের ৮০, ধনঞ্জয়া ডি সিলভার ৬৩ ও নিরোশান দিকওয়েলার ৬৩ রানে বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে ভিক্টর নাইচু ও সিকান্দার রাজা নিয়েছেন ৩টি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট জিম্বাবুইয়ের হয়ে প্রিন্স মাজভারু ৫৫, কেভিন কাসুজা ৬৩, ক্রেইগ অরভিন ৮৫, ব্রেন্ডন টেইলর ২১ ও সিকান্দার রাজা ৪১ রান করে আউট হন। ৪৪ রানে অপরাজিত থাকেন ডোনাল্ড ত্রিপানো। শ্রীলঙ্কার হয়ে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া নেন ৫ উইকেট। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুইয়ে। বুধবার চতুর্থদিন চা-বিরতির পর এ রিপোর্ট লেখার সময় কোন উইকেট না হারিয়ে শন উইলিয়ামসদের সংগ্রহ ছিল ৭ রান। আজ খেলার পঞ্চম ও শেষদিন। সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কা।
×