ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকিতে অংশ নেবে ৮০ দল

প্রকাশিত: ০৯:৫০, ২৩ জানুয়ারি ২০২০

 বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকিতে অংশ  নেবে ৮০ দল

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের নয়টি ভেন্যুতে ৮০টি স্কুলের অংশগ্রহণে শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। এ উপলক্ষে বুধবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়। তেজগাঁওয়ের ফ্যালকন হলে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লোগো উম্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×