ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৭:৪৪, ২৩ জানুয়ারি ২০২০

  সংক্ষিপ্ত খবর

ইদলিবে রুশ হামলায় নিহত ৪০ সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলী ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকর্মীরা জানিয়েছে। মঙ্গলবারের এ হামলায় সরকারী বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমে কফারতাল গ্রামে ছয়টি শিশুসহ আটজনের এক পরিবারের সবাই নিহত হয়েছে। ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বে মারদাবেশে আরও নয় বেসামরিক নিহত হয়েছে। সরকারবিরোধীদের নিয়ন্ত্রিত এলাকাটি থেকে বিদ্রোহীদের হটিয়ে দিতে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরনের একটি অভিযান শুরু করেছে। এই অভিযানে ইরানের মিলিশিয়া বাহিনীগুলোও তাদের সঙ্গে আছে। এর সঙ্গে রাশিয়ার নেতৃত্বাধীন বিমান হামলা যোগ হওয়ায় ওই এলাকা থেকে হাজার হাজার লোক তুরস্কের সীমান্তের দিকে আশ্রয় নিয়েছে। -রয়টার্স ইন্টারপোলের সাবেক প্রধানের সাড়ে ১৩ বছর জেল ঘুষ গ্রহণের অভিযোগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হংওয়েইকে সাড়ে ১৩ বছরের জেল এবং ২০ লাখ ইউয়ান জরিমানা করেছে চীনের একটি আদালত। মঙ্গলবার চীনের তিয়ানজিন ১নং ইন্টারমেডিয়েট পিপলস কোর্ট এ রায় দেয়। রায়ের বিরুদ্ধে মেং আপীল করতে পারবেন না। ইন্টারপোলের প্রথম চীনা প্রধান মেং ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে ভ্রমণে গিয়ে নিখোঁজ হন। বেশ কিছুদিন তার কোন খোঁজ পাওয়া যায়নি। - বিবিসি সৌদি সামরিক বাহিনীতে নারী সৌদি আরবে প্রথমবারের মতো সামরিক বাহিনীতে যোগ দিলেন নারীরা। এখন থেকে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় সিপাহি থেকে শীর্ষ পর্যায়ের তারা কর্মকর্তা হিসেবে কাজ করবেন। দায়িত্ব পালনের সুবিধার্থে নারীদের জন্য আলাদা সামরিক শাখা চালু করা হয়েছে। সৌদি সামরিক বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ফায়াদ আলরুয়ালি রবিবার সামরিক বাহিনীতে নারীদের জন্য আলাদা শাখা চালুর ঘোষণা দেন। যুবরাজ মোহাম্মাদ বিন সালমান সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন করা হচ্ছে। -ইয়াহু নিউজ নেপালে ৮ ভারতীয়র অস্বাভাবিক মৃত্যু নেপাল ভ্রমণে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জনসহ ৮ ভারতীয় পর্যটকের। এর মধ্যে ৪ জনই শিশু। মৃতরা সকলেই কেরালার বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার সকালে নেপালের মাকওয়ানপুর জেলার দামন এলাকার একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ডুপ্লিকেট চাবি দিয়ে হোটেল কক্ষের দরজা খোলা হয়েছে। সেখানে আটজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। -এনডিটিভি ২৯ জানুয়ারি ভারতে ফের বন্ধ নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে দিল্লীর শাহীনবাগের বিক্ষোভকারীরা। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারতে বন্ধ পালিত হতে চলেছে। কিছদিন আগেই ভারতজুড়ে বন্ধ ডেকেছিল বামপন্থীরা। প্রায় এক মাস ধরে সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবারই চেষ্টা করা হয়েছে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। যদিও বিক্ষোভকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ তাদের নড়াতে পারবে না। এ পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লীর গবর্নরের সঙ্গে দেখা করেছেন বিক্ষোভকারীদের একটি নারী প্রতিনিধি দল। বিক্ষোভ চললেও এবার থেকে স্কুল বাস যাওয়ার জায়গা করে দেয়া হবে বলে জানানো হয়েছে। -এনডিটিভি তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ অবৈধভাবে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে দেশটি এ অনুসন্ধান চালাচ্ছে। ইইউর হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, তুরস্কের কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে ইউরোপিয়ান কাউন্সিলের ওয়ার্কিং পার্টিকে। ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এর দায়িত্বে আছেন। -আনাদুলো এজেন্সি
×