ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেবাননের নতুন প্রধানমন্ত্রী দিয়াব

প্রকাশিত: ০৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২০

 লেবাননের নতুন  প্রধানমন্ত্রী  দিয়াব

সংঘর্ষ ও সংঘাতের তিন মাস পর মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নতুন সরকার গঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব। তিনি এই পদের জন্য প্রভাবশালী রাজনৈতিক ও আধাসামরিক গ্রুপ হিজবুল্লাহ সমর্থিত ছিলেন । এক মাসেরও বেশি সময় পরে মতৈক্যে পৌঁছান মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত সদস্যদের নাম পড়ে শোনান হয়। সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বে ২০ সদস্যের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে। সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলে অভিহিত করেছেন। গত মাসে হিজবুল্লাহ এবং এর সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান দিয়াবকে সাদ হারিরির স্থলাভিষিক্ত করতে বেছে নেয় কিন্তু তারা মন্ত্রিসভার প্রস্তাবে সম্মত হতে পারেনি। -এএফপি
×