ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইরানী শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২০

 আদালতের নির্দেশনা  উপেক্ষা  করে ইরানী  শিক্ষার্থী বহিষ্কার

আদালতের নির্দেশনা উপেক্ষা করে একজন ইরানী শিক্ষার্থীকে বের করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। ২৪ বছর বয়সী মোহাম্মাদ শাহাব দেগানি হোসেইন আবাদি সোমবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এই ইরানী ছাত্রের যুক্তরাষ্ট্র ত্যাগ ঠেকাতে মাঠে নেমেছিল-আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নসহ কয়েকটি মানবাধিকার সংস্থা। তাতেও কাজ হয়নি। মোহাম্মাদ শাহাব দেগানি হোসেইন আবাদি যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপর তার বস্টন বিশ্ববিদ্যালয়ের ভর্তির কথা ছিল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও শুল্ক বিভাগ বলেছে, নিরাপত্তার কারণে মোহাম্মাদ শাহাব দেগানি হোসেইন আবাদিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছে। ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকা- নিয়ে এই নয়া উত্তেজনার শুরু। - আল-জাজিরা
×