ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে কেজরিওয়ালের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ০৭:৪২, ২৩ জানুয়ারি ২০২০

 শেষ মুহূর্তে  কেজরিওয়ালের  মনোনয়নপত্র  জমা

দিল্লীর মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের মনোনয়নপত্র জমা দেয়ার কথা ছিল সোমবার। পথসভা করতে গিয়ে মঙ্গলবার নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে তিনি পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি ২৫ মিনিট সময় হাতে থাকতে মনোনয়নপত্র জমা দেন। এনডিটিভি। দিল্লী বিধানসভা নির্বাচনের জন্য সোমবার আম আদমি পার্টি থেকে কেজরিওয়ালের মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। কিন্তু ঐতিহাসিক বাল্মিকী মন্দির থেকে শুরু হওয়া দীর্ঘ রোডশো শেষ করতে করতেই দেরি হয়ে যায়। তাই সোমবার আর ফর্ম জমা দেয়া যায়নি। ঠিক করেছিলেন, মঙ্গলবার শেষ দিন হলেও সকালেই গিয়ে দিল্লীর জামনগর হাউসে নির্বাচন অফিসে গিয়ে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করে দেবেন তিনি। কিন্তু শেষ দিনে কেজরিওয়াল সকালে পৌঁছার আগেই কোত্থেকে যেন শ’খানেক স্বতন্ত্র প্রার্থী এসে ভিড় জমালেন নির্বাচন অফিসে! বিশাল লাইনে সিরিয়াল নম্বর নিয়ে অপেক্ষা করতে করতে সময় শেষের দিকে, তাও তার সামনে মনোনয়নপত্র দাখিলের লাইনে অপেক্ষারত আরও অর্ধশত স্বতন্ত্র প্রার্থী।
×