ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তবু দেখি সম্ভাবনা

সমাজ ভাবনা -বিষয় ॥ অলিগলিতে রাস্তা খোঁড়াখুঁড়ি

প্রকাশিত: ০৭:১৪, ২৩ জানুয়ারি ২০২০

সমাজ ভাবনা -বিষয় ॥ অলিগলিতে রাস্তা খোঁড়াখুঁড়ি

মোহাম্মদ ইমরান হোসেন (সুমন) ॥ নগর মহানগরের অলিগলিতে রাস্তা খোঁড়াখুঁড়ি একটি নিত্যনৈমিত্তিক সাধারণ একটি বিষয়ের রূপ পরিগ্রহ করেছে। আর এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিচ্ছেন। উন্নয়ন প্রত্যয়টি ইতিবাচক। এ প্রত্যয়ের ভিতরে লুকিয়ে আছে উৎকর্ষতা। সামাজিক অবকাঠামোগত উন্নয়ন একটা সমাজ তথা রাষ্ট্র এবং রাষ্টের সামগ্রিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়ন তখনই প্রয়োজন হয়, যখন দৃশ্যমান ব্যবস্থা সামগ্রিক উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়। আধুনিক জীবনে নানা কারণে বিভিন্ন জরুরী সংযোগ ও স্থাপনা নির্মাণ করা আবশ্যক হয়ে পরে। বিশেষত পানির লাইনের কারণে, বিদ্যুত সংযোগের কারণে, গ্যাসের সংযোগের কারণে, অথবা রাস্তা মেরামতের জন্য রাস্তা খোঁড়া হয়। কখনও আবার ড্রেন লাইন আটকে যাওয়ার কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি হয়। নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে কারও দ্বিমত থাকবার কথা নয়। কিন্তু দ্বিমত তখন দেখা যায়, যখন রাস্তাঘাট অর্ধেক খুঁড়ে কাজ আটকে থাকে। এতে স্বাস্থ্যহানি, যোগাযোগে চরম বিপত্তি, মোদ্দাকথা এক অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়। এ বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হলেও কর্তৃপক্ষের একটুও টনক নড়ছে না। সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে চরম দায়িত্বশীলতা স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ থাকে যে, এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সিটি কর্পোরেশন, ওয়াসা, বিদ্যুত বিভাগের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলো একসঙ্গে কেন কাজ করতে পারে না সেটা মোটেও বোধগম্য হয় না। একটু বিভাগে আরেকটি বিভাগের ওপর দায়িত্ব চাপিয়ে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে চায়। কিন্তু সমন্বয়হীনতা এখানে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও, কার্যত বাস্তবে তার সঠিক প্রতিফলন ঘটাতে পারেন না, যেটা ভীষণ দুঃখজনক। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রচারণা আমরা দেখতে পারছি। আনিসুল হকের মতো একজন দক্ষ মেয়র যে কতটা জরুরী তা সহজেই অনুমেয়। প্রার্থীরা যারা নির্বাচনে জয়লাভ করবেন তারা আনিসুল হকের কাজ থেকে অনুপ্রাণিত হয়ে শহরের সামগ্রিক উন্নয়নের মৌলিক ভূমিকা রাখতে পারেন। জনগণের সামগ্রিক সুযোগ-সুবিধাসহ নানাবিধ জনহিতকর কার্যক্রম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোন জনহিতকর কার্যক্রমের কারণ কোন জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিনা সেটা দেখভাল করাও সমধিক গুরুত্বপূর্ণ। পুরান ঢাকার অলিগলিসহ অপেক্ষাকৃত ঘিঞ্জি জায়গাগুলোতে মহাদুর্ভোগ দৃশ্যমান একটা বিষয়ের রূপ পরিগ্রহ হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, উন্নয়নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলো একসঙ্গে কাজ করবে এবং জনগণের সার্বিক উন্নয়ন বাস্তবায়িত হবে। সমস্যা আছে। তবু দেখি সম্ভাবনা। ইসলামপুর, ঢাকা থেকে
×