ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভবিষ্যত নিয়ে শঙ্কায় শারাপোভা ॥ দ্বিতীয় রাউন্ডে নাদাল-জোকোভিচ

প্রকাশিত: ১০:৪০, ২২ জানুয়ারি ২০২০

 ভবিষ্যত নিয়ে শঙ্কায় শারাপোভা ॥ দ্বিতীয় রাউন্ডে নাদাল-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে ধারাবাহিক ব্যর্থতায় দারুণ হতাশ গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ার পর ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে অনিশ্চিয়তা প্রকাশ করেছেন রুশ তারকা। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী শারাপোভা মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে তেমন কোন প্রতিরোধই গড়তে পারেননি। তাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ক্রোয়েশিয়ার দোনা ভেকিচ। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের পর কাঁধের চোটের কারণে অধিকাংশ সময় বাইরে ছিলেন শারাপোভা। অনেকদিন পর মাত্র দ্বিতীয় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেখানে এই পরাজয়ে ৩২ বছর বয়সী তারকার র‌্যাঙ্কিংয়ে সাড়ে তিন শ’র বাইরে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে তাকে দেখা যাবে কিনা, ম্যাচের পর এমন এক প্রশ্নের জবাবে পাঁচবারের গ্র্যান্ডস্ল্যামজয়ী বলেন, আমি জানি না, জানি না। কেবল ভাগ্যই বলতে পারে আমার আগামীর পথ কোন দিকে মোড় নেবে। আগামী ১২ মাসে কি হবে, তা এই মুহূর্তে বলা আমার জন্য কঠিন। ওয়াইল্ডকার্ড পেয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্লামে খেলার সুযোগ পেয়েছিলেন শারাপোভা। মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় ২০১০ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। এই নিয়ে নিজের খেলা গত তিন গ্র্যান্ডস্লামের প্রতিটিতেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন শারাপোভা। ওদিকে নারী এককের শীর্ষ বাছাই এ্যাশলে বার্টি প্রথম রাউন্ডে ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর বিরুদ্ধে প্রথম সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৭, ৬-১, ৬-১ সেটে জিতে নিয়েছেন ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন স্লোভেনিয়ার পোলোনা হেরকগের সঙ্গে। ষষ্ঠ বাছাই বেলিন্ডা বেনচিচ জিতেছেন স্লোভাকিয়ার আনা স্মিয়েদলোভার বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই ক্যারোলিনা পিসকোভা জিতেছেন ফ্রান্সের ক্রিস্টিয়ান ম্লাদেনোভিচের বিরুদ্ধে, ৬-১, ৭-৫ সেটে। এদিকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। বলিভিয়ার খেলোয়াড় হুগো দেলিয়েনকে সরাসরি সেটে (৬-২, ৬-৩, ৬-০) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাদাল। ওদিকে অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে অবশ্য জেতার জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে, জার্মানির ইয়ান-লেনার্ড স্ত্রাফকে তিনি হারিয়েছেন ৭-৬ (৭-৫), ৬-২, ২-৬, ৬-১ সেটে। নাদাল ছিলেন অপ্রতিরোধ্য। রজার ফেদেরার দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন আগেই। এবার তার পথ অনুসরণ করলেন টেনিসের তিন রাজার বাকি দুজন- রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচও। বলিভিয়ার খেলোয়াড় হুগো দেলিয়েনকে সরাসরি সেটে (৬-২, ৬-৩, ৬-০) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাদাল। ২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে কোন সেট হারলেন টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। এই নিয়ে ক্যারিয়ারে ৯০০ ম্যাচ জেতা হয়ে গেল জোকোভিচের। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন এই সার্বিয়ান তারকা। টানা ১৪ বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তিনি লড়বেন জাপানের তাতসুমা ইতোর বিরুদ্ধে নাদালের আবার কষ্ট হয়নি ম্যাচ জেতার জন্য। সরাসরি সেটেই জিতেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিস কিংবা পর্তুগালের হোয়াও সোসার মুখোমুখি হবেন তিনি। এগারো বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে কি আরেকবার উৎসব করতে পারবেন নাদাল? সেটা করতে পারলে রজার ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড স্পর্শ তো করবেনই, উল্টো রড লেভার আর রয় এমারসনের পর প্রত্যেকটা গ্র্যান্ডস্লামের শিরোপা অন্ততপক্ষে দুইবার জেতার অনন্য কৃতিত্বে ভাগিদার হবেন তিনি। ওদিকে পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম প্রথম রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানেরিনোকে ৬-৩, ৭-৫, ৬-২ সেটে হারিয়েছেন।
×