ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রক্ষণভাগ নিয়ে চিন্তিত কোচ জেমি ডে

প্রকাশিত: ১০:৩৯, ২২ জানুয়ারি ২০২০

  রক্ষণভাগ নিয়ে চিন্তিত কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার ॥ আধুনিক ফুটবলের নিয়মটা হলো, ‘আগে নিজেদের ঘর সামলাও, তারপর সুযোগ বুঝে আক্রমণ কর এবং গোল কর।’ কিন্তু রক্ষণভাগই যদি ভঙ্গুর বা দুর্বল থাকে এবং সেটা যদি হয় নিজেদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে, তাহলে সেই ম্যাচে জেতাটা খুবই কঠিন ব্যাপার।’ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল আসরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পড়েছে ঠিক এই সমস্যাতেই! তাদের রক্ষণভাগে প্রধান ভরসা তপু বর্মণ নেই। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লাল কার্ড পেয়ে বহিষ্কৃত হন তিনি। ফলে খেলতে পারবেন না পরের ম্যাচে। এছাড়া চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে ছিটকে যান অপর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। বৃহস্পতিবার বিকেল ৫টায় দ্বিতীয় সেমির ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে আফ্রিকান দেশ বুরুন্ডির। এরা সেই দল, যারা দুই ম্যাচে প্রতিপক্ষকে গুনে গুনে সাত গোল দিয়েছে। এর মধ্যে তাদের ফরোয়ার্ড জসপিন একাই করেছেন চার গোল। এ থেকেই বোঝা যায় দলটির ফরোয়ার্ড লাইন কতটা মজবুত। শুধু তাই নয়, ফিজিক্যাল ফিটনেস এবং উচ্চতায়ও বাংলাদেশের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে তারা। বুরুন্ডির ফরোয়ার্ড লাইন নিয়েই বেশি ভয় পাচ্ছে লাল-সবুজ বাহিনী। তাদের সামলানোর জন্য ডিফেন্সে প্রয়োজন অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু সেটা আছে কি কোচ জেমি ডের? লাল কার্ডের কারণে এখন তপু নেই। তার জায়গায় খেলার কথা রায়হান হাসানের। তবে অধিনায়ক-মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে ফেরাতে কাকে বাদ দেবেন জেমি? কেননা জামালের পজিশনে খেলা মানিক প্রথম ম্যাচে দুদান্ত খেলেছেন। ফলে সেমির ম্যাচে তাকে বাদ দেয়াটা কঠিন। মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমি এখন সুস্থ। আশা করি পরের ম্যাচে খেলতে পারব। বুরুন্ডির ফরোয়ার্ডরা অনেক ভাল। তপু নাই, তাই এখন ডিফেন্স কিভাবে সাজাবেন সেটা কোচই ভাল জানেন।’ লঙ্কার বিপক্ষে ম্যাচে চমৎকার খেলেছেন ডিফেন্ডার রিয়াদুল হাসান। মাথায় ব্যান্ডেজ নিয়েও খেলেন তিনি। তার ভাষ্য, ‘সেমিফাইনালে জিততে চাই, ফাইনালে খেলতে চাই। একজন ডিফেন্ডার হিসেবে আমি মনে করি যদি গোল হজম না করি, তাহলে অবশ্যই আমরা জিতব।’
×