ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জেতার চেষ্টা করব ॥ অধিনায়ক মাহমুদুল্লাহ

প্রকাশিত: ১০:৩৮, ২২ জানুয়ারি ২০২০

 সিরিজ জেতার চেষ্টা করব ॥ অধিনায়ক মাহমুদুল্লাহ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশের পাকিস্তান সফরে টি২০ সিরিজ শুরু হতে মাঝখানে আর দুইদিন বাকি। শুক্রবার প্রথম টি২০ ম্যাচ দিয়ে লাহোরে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। প্রায় সাড়ে ১১ বছর পর পাকিস্তান সফরে আজ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের টি২০ সিরিজে জিততে চায় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ যেমন বলেই দিয়েছেন, ‘আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’ সফরে যাওয়ার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সফর নিয়ে মাহমুদুল্লাহর বলা কথাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হলো। * সিদ্ধান্ত নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ ॥ প্রথমে অবশ্যই কঠিন ছিল। কারণ আমার পরিবারও কনসার্ন ছিল। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। তো ওরা রাজি হয়েছে। এদিক থেকে আমি কিছুটা নিশ্চিন্ত। যেহেতু আমার পরিবার এতটা স্ট্রেস ফিল করবে না। কারণ পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তাই দিচ্ছে। আর মুশির (মুশফিকুর রহীম) সিদ্ধান্ত আমিও সমর্থন করি। পরিবারের একটা ইস্যু থাকে সবসময়। পরিবারের চাইতে বড় ইস্যু কোন ক্রিকেটারের বা কোন সাধারণ মানুষের হতে পারে না। মুশফিকের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। * সিরিজ জেতা মাহমুদুল্লাহ ॥ র‌্যাঙ্কিং তো ভিন্ন কথা বলে। আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি২০তে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি, শেষ কয়েকটি সিরিজে আমি খুব আশাবাদী যে ভাল কিছু ম্যাচ আমরা উপহার দিতে পারব। ইনশাআল্লাহ্? আমরা সিরিজ জেতার চেষ্টা করব। * নিরাপত্তা চিন্তা মাহমুদুল্লাহ ॥ এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি। দলের অন্য সদস্যরা এই বিষয়ে (নিরাপত্তা) চিন্তিত নয়। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। আমরা শুধু খেলার কথাই চিন্তা করছি। কীভাবে ওখানে গিয়ে ভাল পারফর্ম করতে পারব এবং জিততে পারব- এটা নিয়ে আমরা চিন্তিত। আপনাদের (গণমাধ্যম) সাপোর্টটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের প্রোপার ফিডব্যাক অবশ্যই জরুরী। আমাদের চিন্তা করতে হবে আমাদের পারফর্মেন্সটা যেন যথাযথ ওইখানে দিতে পারি। আমরা এগুলো নিয়ে চিন্তিত না। আমার মনে হয় না দলের কেউ এগুলো নিয়ে চিন্তিত। সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমাদের খেলতে হবে। আমাদের ভাল পারফর্মেন্স করতে হবে। আমরা এটা নিয়ে আগ্রহী। * আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ ॥ আমি এই মুহূর্তে খুবই খুশি, যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদের নিয়ে। সবাই খুব ভাল পারফর্মেন্স করেছে এই বিপিএলে। যারা ব্যাটসম্যান ছিল তারা রান পেয়েছে, বোলাররা যারা ছিল ওরা উইকেট পেয়েছে। সব মিলিয়ে আমি খুব আত্মবিশ্বাসী আমার দল নিয়ে। দেখার বিষয় আমরা ওখানে গিয়ে নিজেদের কত ভালভাবে এ্যাপ্লাই করতে পারি। * ব্যাটিং অর্ডার পরিবর্তন মাহমুদুল্লাহ ॥ আমার যত অভিজ্ঞতা আছে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব মিডল অর্ডারে। অনেক ব্যাটসম্যানই আছে ভিন্ন ব্যাটিং অর্ডারে ব্যাটিং করা লাগতে পারে। আফিফ লাস্ট কয়েকটি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করেছে। ও হয়তোবা টপঅর্ডারে দারুণ ব্যাটিং করেছে বিপিএলে। অনেক টপঅর্ডার ব্যাটসম্যানকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে হতে পারে। এটা মানসিকভাবে সামলানো অনেক ইম্পর্টেন্ট। প্র্যাক্টস করাটাও অনেক ইম্পর্টেন্ট। দিন শেষে যার যত সুযোগ থাকে তারা যেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আপনি আপনার কৌশল এফোর্ট কতটা দিচ্ছেন দলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কম বেশি সব প্লেয়ারই এটা জানে। * র‌্যাঙ্কিং মাহমুদুল্লাহ ॥ র‌্যাঙ্কিংয়ের বিষয়টা আপনি যেটা বললেন, শেষ কয়েকটা সিরিজে পাকিস্তান হয়তো খারাপ করেছে। আমি মনে করি তারা অনেক শক্তিশালী দল টি২০তে। তাদের ওখানে খেলা। শেষ সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে হেরেছে তারা। তারা হয়তো এই বিষয়টি নিয়ে কনসার্ন আছে। আমাদের ফোকাস করতে হবে আমরা কতটা ভাল খেলতে পারি। আমি মনে করি এই টিমে যারা আছে তারা ভাল ফর্মে আছে। ভাল টাচে আছে। এই জিনিসটা আমাদের ব্যবহার করা এবং বোঝা যদি সেরা ক্রিকেট খেলতে পারি আমরা জিততে পারব। ওরা কি করেছে শেষ সিরিজে এটা নিয়ে যদি চিন্তা করি র‌্যাঙ্কিংয়ে কোথায় আছে, আমাদের ক্রিকেটটা আমরা কিভাবে এপ্লাই করতে পারি কিভাবে নিজেদের ব্যবহার করতে পারি ব্যক্তিগতভাবে এটা নিয়ে ভাবা আমি মনে করি জরুরী। * অধিনায়কত্বে ডোমিঙ্গোর আস্থা মাহমুদুল্লাহ ॥ আমি এখনও জানি না। যেহেতু আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এই সিরিজের জন্য। আমি চেষ্টা করব আমার দায়িত্বটা পুরোপুরিভাবে কাজে লাগাতে। যেহেতু সিরিজ বাই সিরিজ অধিনায়কত্বের দায়িত্বটি আসছে। তাই অবশ্যই ওর (প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো) যদি আমার প্রতি আস্থা থাকে তাহলে ধন্যবাদ এবং আমার মনে হয় রাসেল (ডোমিঙ্গো) অনেক অভিজ্ঞ একজন কোচ এবং সে জানে দলের প্রত্যেক ক্রিকেটারকে কিভাবে সামলাতে হয়। আমার মনে হয় সবাই এই জিনিসটি বুঝে এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন। * পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব মাহমুদুল্লাহ ॥ পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব দিলে তো আমার কাছে অবশ্যই মনে হয় পরিকল্পনার জন্য সাহায্য হবে। এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে আমাকে যেহেতু এই সিরিজের দায়িত্ব দেয়া হয়েছে আমি চেষ্টা করব যেন এই সিরিজে ভাল ফল করতে পারি। * দলে প্রতিযোগিতা মাহমুদুল্লাহ ॥ আমার মনে হয় যে কয়জন ক্রিকেটার আছে, আপনি যদি খেয়াল করে দেখেন সৌম্য (সরকার) কয়েক বছর ধরে টানা খেলছে। আফিফ (হোসেন) একজন নতুন ক্রিকেটার, নাঈমও (শেখ) নতুন। তবে তারা সবাই ভাল করছে কন্ডিশন এবং পরিস্থিতি বিবেচনায়। এটা খুবই ভাল একটা দিক। আমার মনে হয় এই জিনিসটি দলের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করবে। এটা আমাদের সবার জন্যই ভাল। আমি এই জিনিসটি এভাবে দেখছি। ক্রিকেট একটি দলীয় খেলা আমি সবসময় বিশ্বাস করি। একটি দল হিসেবে যদি আমরা ভাল খেলতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের ভাল ফল করার সম্ভাবনা বেশি থাকবে। * পেসার আধিক্য মাহমুদুল্লাহ ॥ আমার মনে হয় টি২০তে যদি প্রোপার ভ্যারাইটিজ অব পেস বোলার থাকে, তাহলে সেটা মনে হয় অনেক বেশি সাহায্য করবে। আপনি যেটা বলছেন যে অস্ট্রেলিয়ায় স্পিনাররা অতটা সাহায্য পাবে না। যতটা আমরা উপমহাদেশে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমি মনে করি পেস বোলারদের ভূমিকাটি অনেক বেশি থাকে, এই কারণে আমাদের দলে হয়তো পেস বোলারদের আধিক্য এই মুহূর্তে বেশি। আমি মনে করি সবাই প্রত্যাশা করে। যারা সুযোগ পেয়েছে, যেমন ধরেন রুবেল (হোসেন)। সে এই বিপিএলে দারুণ করেছে। আল-আমিন, (শফিউল ইসলাম)
×