ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালে ‘আগামীর কাকা’ রেইনিয়ের

প্রকাশিত: ১০:৩৭, ২২ জানুয়ারি ২০২০

  রিয়ালে ‘আগামীর কাকা’ রেইনিয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ আচমকা শটে নিয়মিত গোল, ডিফেন্স চেরা পাস, দৃষ্টিনন্দন ড্রিবলিং সবকিছু মিলিয়ে দ্রুতই নজর কেড়েছেন ব্রাজিলের উঠতি তারকা রেইনিয়ের জেসুস কারভালহো। ১৮ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডারকে অনেকে তকমা দিয়েছেন বিস্ময়বালক হিসেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘নতুন কাকা’ হিসেবে। সঙ্গতকারণেই নতুন এই সেনসেশনের ওপর নজর ছিল ইউরোপের বড় বড় ক্লাবের। এর মধ্যে ছিল বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটি। তবে সবাইকে টেক্কা দিয়ে ব্রাজিলের আগামীর তারকাকে দলে ভিড়িয়ে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে গ্যালাক্টিকোরা। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে রেইনিয়েরকে দলে ভেড়াতে তিন কোটি ইউরো খরচ হয়েছে রিয়ালের। ছয় বছরের চুক্তির কথা জানা গেছে। তবে এখনই সান্টিয়াগো বার্নাব্যুতে যাচ্ছেন না তিনি।
×