ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তদন্ত কমিটি গঠন, শিক্ষক-ছাত্রীর পাল্টাপাল্টি জিডি

প্রকাশিত: ১০:০২, ২২ জানুয়ারি ২০২০

 তদন্ত কমিটি গঠন,  শিক্ষক-ছাত্রীর  পাল্টাপাল্টি  জিডি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২১ জানুয়ারি ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার দাবির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার শিলাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষক আলী রেজওয়ান তালুকদার জেলার সদর দক্ষিণ থানায় ওই ছাত্রীর বিরুদ্ধে জিডি করলে অভিযোগকারী ছাত্রীও শিক্ষকের বিরুদ্ধে একই থানায় পাল্টা জিডি করেন। ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক ও ছাত্রীর জিডি- পাল্টা জিডির ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ সব মহলে তোলপাড় চলছে। এদিকে ওই ছাত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহেরের কাছে শিক্ষক আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ করে বলেন, যৌন হয়রানি অভিযোগ করায় তাকে বিভিন্নভাবে অপমান-অপধস্ত করার হুমকি দেয়া হচ্ছে। যৌন হয়রানির অভিযোগটি প্রত্যাহার করে মধ্যস্থ করার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে। জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং মাস্টার্স কোর্সে এক ছাত্রীকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি, পরবর্তীতে কৌশলে ছাত্রীর মোবাইল ফোনটি নিয়ে তা মেমোরি কার্ড থেকে মুছে ফেলার অভিযোগে ওই ছাত্রী আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ দায়েরের পর ওই শিক্ষক ছাত্রীর বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নং-৯৩৮ এন্ট্রি করেন। যৌন হয়রানির অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীও সোমবার রাতে একই থানায় ওই শিক্ষক আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডাইয়েরি (জিডি) নং-৯৯০ এন্ট্রি করেন।
×