ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে নার্সদের চাকরি নিয়ে সেমিনার

প্রকাশিত: ১০:০১, ২২ জানুয়ারি ২০২০

 বিএসএমএমইউতে নার্সদের চাকরি নিয়ে সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউতে) এ ব্লক অডিটরিয়ামে মঙ্গলবার ইংল্যান্ডে বাংলাদেশের নার্সদের চাকরি নিয়ে অনুষ্ঠিত ‘সেমিনার অব নার্সেস জব প্রোসপেক্টস ইন ইউকে’ এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিশেষজ্ঞ নার্সদের যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বিএসডিটিআরসিটি-এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনিসুর রহমান ফরাজি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের নিউহাম এনএইচএস হাসপাতালের নার্সিং বিশেষজ্ঞ নূর বেগম। অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের আধুনিক চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ নার্স তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন। সেমিনারে নার্সিং বিশেষজ্ঞ নূর বেগম বলেন, ইউরোপের একজন নার্স প্রতিমাসে ৭ থেকে ১৪ লাখ টাকা আয় করতে পারেন। তবে এর জন্য অবশ্যই ইংরেজী ভাষায় ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। -বিজ্ঞপ্তি
×