ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিনল্যান্ডগামী যাত্রীর তিন ভাইকে নির্যাতন, দুই এপিবিএন সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ১০:০১, ২২ জানুয়ারি ২০২০

  ফিনল্যান্ডগামী যাত্রীর তিন ভাইকে নির্যাতন, দুই এপিবিএন সদস্য প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিনল্যান্ডগামী এক যাত্রীর তিন ভাইকে নির্যাতনের অভিযোগে কর্তব্যরত দুই এপিবিএন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতনের শিকার তিন সহোদর হলেন- রনি, রায়হার ও বাবু। এ সময় তাদের মা ও খালাকে ম্যাজিস্ট্র্র্রেট অফিসে গিয়ে কান্নাকাটি করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এপিবিএন জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের প্রত্যাহার করা হয়েছে। এরপর বিভাগীয় তদন্ত করে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিমানবন্দরের অন্যতম নিরাপত্তা সংস্থা এভসেক জানিয়েছে, সকালে তারা তিন সহোদর বড় ভাই রকিকে বিদায় জানাতে আসেন। যাত্রী হিসেবে রকি সরাসরি বিমানবন্দরে প্রবেশ করলেও রনি, রায়হান ও বাবু টিকেট কাটার জন্য বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য দুই এপিবিএন সদস্য নির্দেশ দিলে, তারা আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষার করার জন্য সময় চায়। এক পর্যায়ে এ নিয়ে বাগবিতন্ডা দেখা দিলে তাদের নিচের এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয় ্এবং তাদের প্রহার করা হয়। এ ঘটনা শুনে ভিকটিমদের মা মায়া ও খালা রোজী ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিযোগ করেন বিমান মন্ত্রণালয়ের সচিবের কাছে। তারপর বিষয়টি ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেয়া হয়।
×