ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর ৫৪ দিন

প্রকাশিত: ১০:০০, ২২ জানুয়ারি ২০২০

  আর ৫৪ দিন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা জন্মশতবর্ষ আসন্ন। ক্রমেই ঘনিয়ে আসছে সময়। অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে আলাদা করে শ্রদ্ধা ভালবাসা জানাবে কৃতজ্ঞ জাতি। বিরাট উপলক্ষ সামনে রেখে আগামী ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, আর ৫৪ দিন পর মুজিববর্ষের আনুষ্ঠানিক সূচনা হবে। এখন চলছে ক্ষণগণনা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বসানো ডিজিটাল ঘড়িতে সবার চোখ। আসা যাওয়ার পথে পথচারীরাও হিসাবটা মিলিয়ে নিচ্ছেন। আগামী ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন। এদিনই সকল উৎসব অনুষ্ঠানের সূচনা করা হবে। সরকারীভাবে গঠিত বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, ওইদিনের কর্মসূচী নিয়েই আপাতত ব্যস্ত তারা। সব কিছু ঠিক মতো এগোচ্ছে। আর তা হলে মুজিববর্ষের অনবদ্য একটি শুরু জাতি দেখতে পাবে। প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা শহর ও বিভিন্ন স্থানে ৩১ বার তোপধ্বনি করা হবে। সরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন থাকবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেবেন। আমন্ত্রিত হয়ে আসছেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। একইভাবে জেলা ও উপজেলায় বিভিন্ন দফতর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হবে।
×