ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ চট্টগ্রাম বিমানবন্দরে সতর্কাবস্থা

প্রকাশিত: ০৯:৩৪, ২২ জানুয়ারি ২০২০

 করোনা ভাইরাস ॥  চট্টগ্রাম বিমানবন্দরে  সতর্কাবস্থা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চীনে সংক্রমিত ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চীন থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং (পরীক্ষা) করতে প্রস্তুত রয়েছে মেডিক্যাল টিম। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জনকণ্ঠকে জানান, মঙ্গলবার থেকেই প্রয়োজনীয় সকল কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরই গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। তবে চট্টগ্রামে চীন থেকে সরাসরি কোন ফ্লাইট না থাকায় এখানে ভাইরাস বহনকারী যাত্রী আসার সম্ভাবনা কম। কিন্তু যদি চীন থেকে কোন যাত্রী দুবাই বা দিল্লী হয়ে চট্টগ্রামে আসেন তাদের পরীক্ষা ও পর্যবেক্ষণে রাখা হবে। চীন থেকে অন্য কোন দেশ হয়ে কোন যাত্রী চট্টগ্রামে এলে তা স্বাস্থ্য কর্মকর্তাদের জানাতে ইমিগ্রেশনকে বলে দেয়া হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম। পালাক্রমে দায়িত্ব পালন করছে চিকিৎসক ও মেডিক্যাল টিম। এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন যাত্রী পাওয়া যায়নি।
×