ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:৩১, ২২ জানুয়ারি ২০২০

 মায়ের পা ধুয়ে  সম্মান জানাল শিক্ষার্থীরা

সংবাদদাতা,মঠবাড়িয়া (পিরোজপুর) ২১ জানুয়ারি ॥ মঠবাড়িয়ায় ‘মা’ এর প্রতি সম্মান ও ভক্তি জানাতে বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত প্রায় নয় শতাধিক মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা। মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় সম্মুখ চত্বরে এ ব্যতিক্রমী মা সমাবেশে আয়োজন করা হয়। এ ‘মা’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা। সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মুখ চত্বরে ৯ শতাধিক ‘মা’কে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ দু’হাত দিয়ে যত্ন করে তাঁদের মা’য়ের দু’পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়। এ সময় মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যতিক্রমী এ আয়োজনস্থলে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। অধ্যক্ষ মো: আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসি যুব নেতা মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ। ওই বিদ্যালয়ের অধ্যক্ষ আলমগীর হোসেন খান বলেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভক্তি ও সম্মান অটুট রাখার জন্যই আমাদের এ ব্যাতিক্রম আয়োজন। এ আয়োজন এ প্রতিষ্ঠানে প্রতিবছর চলমান থাকবে।
×