ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেগজিটের পর ব্রিটেন ছাড়লেন হ্যারি

প্রকাশিত: ০৯:১৯, ২২ জানুয়ারি ২০২০

  মেগজিটের পর ব্রিটেন  ছাড়লেন হ্যারি

প্রিন্স হ্যারি কানাডায় অবস্থান করা তার স্ত্রী ও পুত্র অর্চির সঙ্গে ফের যোগ দিতে সোমবার যুক্তরাজ্য ত্যাগ করেছেন। এদিকে রাজপরিবারের নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে এ দম্পতি তাদের নতুন জীবনযাপন শুরু করেছেন। ব্রিটেনের সংবাদমাধ্যম বিষয়টি মেগজিট (ব্রেক্সিটের আদলে) হিসেবে পরিচিতি পেয়েছে। এএফপি। ডিউক অব সাসেক্স সোমবার সন্ধ্যায় কানাডার উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেন। রাজপরিবারের একজন দায়িত্ব পালনকারী হিসেবে তার চূড়ান্ত সরকারী দায়িত্ব পালনের পর তিনি কানাডার উদ্দেশে রওনা দেন। ট্যাবলয়েড সান জানায়, হ্যারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভ্যানকুভারের উদ্দেশে সন্ধ্যা সাড়ে পাঁচটার ফ্রাইটে উঠেন এবং তিনি কানাডায় থাকা তার স্ত্রী ও সন্তানের কাছে ফিরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে, রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতি লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। সেখানে মালাবি ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ও মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সময় তাকে অনেক উৎফুল্ল থাকতে দেখা গেছে। উল্লেখ্য, ব্রিটেনের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে হ্যারি ষষ্ঠ অবস্থানে রয়েছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও প্রায় ২০ মিনিট ধরে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকটি ছিল তার একান্ত ব্যক্তিগত।
×