ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজেপির নয়া সভাপতি কে এই নাড্ডা

প্রকাশিত: ০৯:১৯, ২২ জানুয়ারি ২০২০

  বিজেপির নয়া  সভাপতি কে  এই নাড্ডা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগৎপ্রকাশ নাড্ডা। তিনি গত এক বছর ধরে দলের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন। সোমবার নয়াদিল্লীতে দলের সদর দফতরে সর্বসম্মতিক্রমে তার হাতে দলের দায়িত্ব তুলে দেয়া হয়। আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নাড্ডা। আনন্দবাজার পত্রিকা। এদিন সকাল ১০টা থেকে সভাপতি নির্বাচন শুরু হয়। অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুরে দলের সভাপতি হিসেবে নাড্ডার নাম ঘোষণা করেন রাধামোহন সিংহ। ভোটাভুটি চলাকালীন এ দিন বিজেপির দফতরে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরীসহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয়রাও। এর আগে দলের সভাপতি পদ সামলেছেন অমিত শাহ। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সরকারে যোগ দেন অমিত শাহ। এক সঙ্গে দুই দায়িত্ব সামলানো সম্ভব নয় বলে গত বছর মোদিকে জানিয়েছিলেন। তখন থেকেই তার উত্তরসূরি হিসেবে উঠে আসছিল নাড্ডার নাম। তবে নাড্ডা বিজেপি সভাপতি হলেও, দলের আসল নিয়ন্ত্রণ অমিত শাহের হাতে থাকবে বলে অনেকে মনে করেন। বিজেপি অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে। ছাত্র জীবন থেকে আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন নাড্ডা। মোদি-অমিত শাহের ঘনিষ্ঠজন বলেই পরিচিত তিনি।
×