ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবি ও সিএমপিতে কাউন্টডাউন ক্লক

প্রকাশিত: ০৯:১২, ২২ জানুয়ারি ২০২০

  চবি ও সিএমপিতে  কাউন্টডাউন  ক্লক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। মঙ্গলবার সকালে চবির জিরো পয়েন্টে কাউন্টডাউন ক্লক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। একইদিনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দফতরেও স্থাপিত হয় ক্ষণগণনার ঘড়ি। চবি জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট জিরো পয়েন্ট এলাকায় স্থাপিত কাউন্টডাউন ক্লক সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হয়। এ সময় চবি উপাচার্যের সঙ্গে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অনুষদসমূহের ডিন, হলের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টর, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, শিক্ষক, অফিস প্রধান, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা। এদিকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনায় সিএমপিতে স্থাপন হয়েছে ডিজিটাল ঘড়ি। মঙ্গলবার সিএমপি কমিশনার মোঃ মাহবুবর রহমান সদর দফরে এ ঘড়ি উদ্বোধন করেন।
×