ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশিত: ০৯:০৭, ২২ জানুয়ারি ২০২০

  বরিশালে চার  ডায়াগনস্টিক  সেন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করায় জেলার হিজলা উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকার চারটি ডায়াগনস্টিক সেন্টার থেকে একলাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত চারজনকে কারাদন্ড প্রদান করে। মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিজলা উপজেলায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এমন সংবাদ পায় র‌্যাব-৮। এরপর র‌্যাবের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সমন্বয়ে সোমবার সন্ধ্যায় ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মেডিক্যাল ফিজিওথেরাপি সেন্টারের মালিক মাসুম বিল্লাহ, সান এক্স-রে এ্যান্ড আলট্রাসোনিক সেন্টারের মালিক জালাল হক ও টেকনিশিয়ান জাহিদুল ইসলাম, সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক রুহুল আমিন ও ম্যানেজার জাকির হোসেন এবং রেমিডি মেডিক্যাল সার্ভিসেস সেন্টারের মালিক খলিলুর রহমান ও টেকনিশিয়ান অনন্ত কুন্ডকে আটক করা হয়। তাদের ডায়াগনস্টিক সেন্টারে তল্লাশি চালিয়ে ব্যবহার অনুপযোগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, সর্বক্ষণিক ডাক্তার না থাকা, বিভিন্ন সার্টিফিকেট না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এরা ব্যবসা পরিচালনা করছিল। এমনকি তাদের সপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয়।
×