ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ফের যুবক খুন

প্রকাশিত: ০৯:০৬, ২২ জানুয়ারি ২০২০

রাঙ্গামাটিতে ফের  যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২১ জানুয়ারি ॥ ২৪ ঘণ্টার ব্যবধানে দুর্গম বাঘাইছড়ি উপজেলার আওতায় সাজেক থানার নাঙ্গলমারা নামক পাহাড়ী পল্লীতে প্রতিপক্ষের দায়ের কোপে ভাগ্যধন চাকমা (৩৩) নামে আরও এক যুবক খুন হয়েছে। এই নিয়ে শুধু বাঘাইছড়ি উপজেলায় ৩ যুবক নিহত হলো। জানা গেছে, সোমবার রাত ১টার দিকে ৫/৬ জনের একদল যুবক এসে ভাগ্যধনকে ঘুম থেকে তুলে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে সে আর ঘরে না ফেরায় নিহতের স্ত্রী জবা রানী এলাকাবাসীকে নিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। মঙ্গলবার এলাকাবাসী তার ঘরের নিকট থেকে ২ কিলোমিটার দূরে পাহাড়ের জঙ্গলে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে সাজেক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে ওইদিন দুপুরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়। বাঘাইছড়ির এএসপি সার্কেল আবদুল আউয়াল চৌধুরী বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ভাগ্যধনকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। হবিগঞ্জে পুলিশ সদস্য নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার একটি পুকুর থেকে শাহিনুর রহমান (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত কনস্টেবলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা সদরে এবং তার বাবার নাম কামরুজ্জামান। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ওই কনস্টেবলকে আগের দিন সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল্ল না। এদিন রাত ৯টার দিকে ওই পুকুর পাড়ে তার পরনের কাপড় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা মঙ্গলবার সকালে ওই পুকুরে জাল ফেললে শাহিনুরের মৃতদেহ তাতে উঠে আসে। দুপুরে ময়নাতদন্তের জন্য শাহিনুরের মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় পুলিশ। শেরপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শ্রীবরদীতে নিখোঁজের ৪দিন পর শাজাহান মিয়া (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আবুয়ারপাড়া বাজারের পাশে এক পুকুরে মাছ ধরার সময় জালে ওই কৃষকের লাশ উঠে আসে। শাজাহান স্থানীয় মৃত নাদের আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শাজাহান মিয়া। শাজাহানের পরিবারের লোকজন আশপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সোমবার ছোট ভাই আবুল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে মঙ্গলবার সকালে আবুয়ারপাড়া বাজারের পাশে কাজল মিয়ার পুকুরে মাছ ধরতে গেলে জালে আটকা পড়ে শাজাহান মিয়ার লাশ।
×