ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ১১:৪৪, ২১ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে সুপ্রীমকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ঘোষিত ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করবে সুপ্রীমকোর্ট। এদিকে জুডিসিয়াল সার্ভিসের ৩৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হতে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। অন্যদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ জেলার ঘোষিত ফল ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের ফল কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ঘোষিত ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করবে সুপ্রীমকোর্ট। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জনকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে নীতিনির্ধারণী দিকনির্দেশনা প্রদান এবং অনুষ্ঠানগুলোর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে রবিবার কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ৩৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিয়োগ জুডিসিয়াল সার্ভিসের ৩৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হতে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। সুপ্রীমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রবিবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। আদেশে বলা হয়, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’ এর অনুচ্ছেদ-৩-এ বর্ণিত ৭০৯২৫-৭৬৩৫০ টাকা বেতন স্কেলে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি দিয়ে তাদের পদায়নও করা হয়েছে। একই দিন ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের তাদের নামের পাশে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে আগামী ২৮ জানুয়ারি যোগদান করতে বলা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে, তিনি যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২০১৯ সালে ১ জুলাই সংশ্লিষ্ট স্মারকের সুপারিশের ভিত্তিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ সুপ্রীমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রত্যেককে বিভিন্ন জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তাদের পদায়ন করা হয়। ১৪ জেলার সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ জেলার ঘোষিত ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের ফলাফল কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৪ জেলা হলো পটুয়াখালী, মাদারীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, টাঙ্গাইল, ঠাকুরগাঁও ও বরগুনা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোঃ আসাদ উদ্দিন। এর আগে গতকাল ১৯ জানুয়ারি নিয়োগ বঞ্চিত আফরিন যুথী, নাজমুন নাহার কাকলী, মুরশিদা খাতুন, মমতাজ মহল, ফারজানা খাতুন, মিতা উকিল, মিতালী রানী, ইতি রানীসহ ৪৬ জন হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
×