ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জোকোভিচ-ফেদেরারের দুর্দান্ত সূচনা

প্রকাশিত: ১১:৪১, ২১ জানুয়ারি ২০২০

 জোকোভিচ-ফেদেরারের দুর্দান্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের মিশন শুরু করেছেন রজার ফেদেরার। সোমবার নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে সুইস তারকা ৬-৩, ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন স্টিভ জনসনকে। তবে তুলনামূলক কষ্টে নিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছেন নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ এদিন ৭-৬, ৬-২, ২-৬ এবং ৬-১ সেটে পরাজিত করেন জান-লেনার্ড-স্ট্রাফকে। বয়সে আটত্রিশকেও ছাড়িয়ে গেছেন ফেদেরার। এই বয়সে আর যাই হোক, কোন গ্র্যান্ডস্লাম জয়ের জন্য ফেবারিট বলা হয় না কাউকে। তবে ফেদেরার যেন ব্যতিক্রম। অদম্য ইচ্ছাশক্তির জোরে এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও তৃতীয় বাছাই হয়ে এসেছেন ছয় বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই তারকা। দুর্দান্ত শুরু করে যেন নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণও দিয়ে রাখলেন তিনি। টানা একুশ বছর ধরে এই রড লেভার এ্যারেনাতে খেলছেন। কোর্টের প্রতি ইঞ্চি তার চেনা। স্টিভ জনসনের মতো কেউ ফেদেরারকে আটকে দেবেন, এটা বোধ হয় খোদ জনসনও ভাবেননি। মাঝে বৃষ্টি একটু বাধা দিলেও ফর্মে থাকা ফেদেরারকে আটকাতে পারেনি। একপেশে ম্যাচে জয় তুলে নিয়েছেন সুইস তারকা। প্রতিপক্ষকে হারাতে এদিন তার লেগেছে মাত্র ১ ঘণ্টা ২১ মিনিট। এর ফলে দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার ফিলিপ ক্রাইনোভিচ বা ফ্রান্সের কেন্টিন হ্যালিসের মুখোমুখি হবেন তিনি। জয়ের পর দারুণ রোমাঞ্চিত ফেদেরার বলেন, ‘আমি দারুণ খুশি। অস্ট্রেলিয়ায় ফেরাটা আমার জন্য দারুণ খুশির খবর। সত্যিই এখানে এসে বেশ ভাল লাগছে। প্রথম রাউন্ডে জয় পাওয়াটাও আমার জন্য খুশির খবর।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। ফেড এক্সপ্রেসের সামনে এবার ২১ গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি। এদিকে অষ্টম বাছাই ইতালির মাত্তেও বেরেতিনি ৬-৩, ৬-১ এবং ৬-৩ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ার এ্যান্ড্রু হ্যারিসকে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারিয়ে চমকে দেয়া গ্রিগর দিমিত্রোভ ৪-৬, ৬-২, ৬-০ এবং ৬-৪ সেটে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান লন্দেরোকে।
×