ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতালিয়ান সিরি’এ, জুভেন্টাস ২-১ পার্মা

জোড়া গোল করে তৃপ্ত রোনাল্ডো

প্রকাশিত: ১১:৪১, ২১ জানুয়ারি ২০২০

  জোড়া গোল করে তৃপ্ত রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে ইতালিতে সফল না হলেও ধীরে ধীরে স্বরূপে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। টানা সাত ম্যাচে গোল করে এ দৃষ্টান্তই রেখেছেন সিআর সেভেন। রবিবার রাতে ইতালিয়ান সিরি’এ লীগে রোনাল্ডোর করা দুই গোলে ভর করে জুভেন্টাস ২-০ ব্যবধানে হারিয়েছে পার্মাকে। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে জুভরা। বর্তমানে ২০ ম্যাচে সর্বোচ্চ ৫১ পয়েন্ট ভান্ডারে তুরিনের ওল্ডলেডিদের। ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। টেবিলের তলানির দল লিসের সঙ্গে হতাশাজনকভাবে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইন্টার। আরেক ম্যাচে আন্টে রেবিচের শেষ মুহূর্তের গোলে উদিনেসকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। তুরিনের বিরতির ঠিক আগে (৪৩ মিনিট) রোনাল্ডোর গোলে এগিয়ে যায় স্বাগতিক জুভেন্টাস। এই নিয়ে টানা সাতটি লীগ ম্যাচে গোল পেলেন পর্তুগীজ তারকা। ৫৮ মিনিটে পাওলো দিবালার ক্রসে দলের জয় নিশ্চিত করেছেন রোনাল্ডো। এর তিন মিনিট আগে আন্দ্রেস কর্নেলিয়াসের জোরালো হেডে সপ্তম স্থানে থাকা পার্মা ম্যাচে সমতায় ফেরে। গত সাত ম্যাচে এই নিয়ে ১১ গোল করলেন রোনাল্ডো। এবারের মৌসুমে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬। জুভেন্টাসের সঙ্গে সমান তালে লড়াই করা ইন্টার গত ছয়টি লীগ ম্যাচের মাত্র দুটিতে জয়ী হয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে। শনিবার সাম্পদোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে এখন শিরোপা দৌড়ে এগিয়ে এসেছে ল্যাজিও। ইন্টারের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা তৃতীয় স্থানে আছে। লিসের মাঠে এ্যান্টনিও কন্টের দল সর্বোচ্চ তিন পয়েন্ট অর্জনের লক্ষ্যেই মাঠে নেমেছিল। এই ক্লাব থেকেই কন্টে ১৯৮০ সালে তার পেশাদার ফুটবলীয় ক্যারিয়ার শুরু করেছিলেন। ৭১ মিনিটে আলেজান্দ্রো বাস্টোনির গোলে এগিয়ে যায় ইন্টার। কিন্তু পাঁচ মিনিট পর মার্কো মানকোসুর গোলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেলিগেশন জোন থেকে মাত্র একধাপ ওপরে থাকা লিস। উদিনেসের বিরুদ্ধে জয়ে এসি মিলান টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। ইউরোপা লীগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে তাদের আরও দুই পয়েন্ট পেতে হবে। গত সপ্তাহে ক্যালিয়ারির বিরুদ্ধে গোল করার পর সানসিরোতে পরশু রাতে অভিষেক হয়েছে তারকা স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচের। স্বাগতিক সমর্থকদের সামনে নিজে গোল উৎসব করতে না পারলেও সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দারুণ আত্মবিশ্বাস যুগিয়েছেন। ইব্রাহিমোভিচ দলে যোগ দেয়ার পর থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে এসি মিলান।
×