ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএ গেমসে পদকজয়ীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১:৪০, ২১ জানুয়ারি ২০২০

  এসএ গেমসে পদকজয়ীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের কাঠমান্ডু ও পোখরায় গত ডিসেম্বরে হওয়া সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদকজয়ীরা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিশ্রুত আর্থিক পুরস্কার পেলেন সোমবার। কুর্মিটোলা গলফ ক্লাবে সন্ধ্যায় পুরস্কার প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। পদকজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিওএ’র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসএ গেমসের ইতিহাসে এবারই সর্বোচ্চ ১৯টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এছাড়া ৩২টি রুপা ও ৮৫টি ব্রোঞ্জপদক জেতেন লাল সবুজের ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদের প্রায় তিন কোটি ৪৩ লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কারের দশভাগ অর্থ পুরস্কার পেয়েছেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কোচরা। যার পরিমাণ ৩৪ লাখ ৩০ হাজার টাকা। অবশ্য এই অর্থ ক্রীড়াবিদদের বরাদ্দের বাইরে আলাদা করে দিচ্ছে বিওএ। দলগত স্বর্ণজয়ী ক্রীড়াবিদদের প্রত্যেকে এক লাখ টাকা, রুপা জয়ীরা ৫০ হাজার এবং ব্রোঞ্জজয়ীদের ৩০ হাজার টাকা করে দেয়া হয়। উল্লেখ্য, গেমস শুরুর আগে বাংলাদেশ দলের ক্রীড়াবিদদের উৎসাহ যোগাতে এই পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিওএ।
×