ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, বার্সিলোনা ১-০ গ্রানাডা

মেসির গোলে সেতিয়েনের স্মরণীয় অভিষেক

প্রকাশিত: ১১:৩৬, ২১ জানুয়ারি ২০২০

  মেসির গোলে সেতিয়েনের স্মরণীয় অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠ ন্যুক্যাম্পে দুর্বল প্রতিপক্ষ গ্রানাডার বিরুদ্ধে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলে বার্সিলোনা। মেসিদের বলের দখল ছিল শতকরা ৮৩ শতাংশ। আর গ্রানাডার মাত্র ১৭ শতাংশ। এরপরও কোন রকমে জয় পেতে হয়েছে কাতালানদের। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সার ত্রাতা সেই লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের নৈপুণ্যে ১-০ গোলে জিতেছে বার্সা। এতে করে শীর্ষস্থান ফিরে পাওয়ার পাশাপাশি দলটির নতুন কোচ কিকে সেতিয়েনের অভিষেকও স্মরণীয় হয়েছে। ম্যাচের ৬৭ মিনিটে ক্যামেরুনের ২২ বছর বয়সী মিডফিল্ডার ইয়ান এটেকির শট পোস্টে না লাগলে ম্যাচের ভাগ্য হয়তো ভিন্ন হতে পারত। এর পরপরই সেন্ট্রাল ডিফেন্ডার জার্মান সানচেজ অযথাই দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় গ্রানাডা। আর এই সুযোগে মেসি মৌসুমের ২১ ম্যাচের ১৭তম গোল করে দলের জয় নিশ্চিত করেন। ৭৬ মিনিটে গোলটি করেন ছয়বারের ফিফা সেরা তারকা। পুরো ম্যাচে আর্টুরো ভিদাল, এ্যান্টোনিও গ্রিজম্যান ও ২০ বছর বয়সী রিকি পুইগ দুর্দান্ত খেলেন। বিশেষ করে বদলি বেঞ্চ থেকে ৭১ মিনিটে ইভান রাকিটিচের পরিবর্তে মাঠে নামার পর থেকেই পুইগ নিজেকে প্রমাণ করেছেন। এর মধ্য দিয়ে তরুণদের ওপরই সর্বাধিক আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন কাতালানদের নয়া বস সেতিয়েন। গত সপ্তাহে দলে যোগ দেয়ার পরই সেতিয়েন ঘোষণা দিয়েছিলেন একটি বিষয় তিনি নিশ্চিত করতে চান, তার অধীনে যেন বার্সিলোনা ভাল ফুটবল খেলে। প্রথম ম্যাচেই সেতিয়েন তার কৌশলে দলকে খেলিয়ে অনেকটাই সফল হয়েছেন। পাসগুলো ছিল খুবই দ্রুতগতির, আক্রমণে পুরো দল একসঙ্গে এগিয়ে গেছে, মধ্যমাঠ থেকেই মেসি বেশি আক্রমণ করার চেষ্টা করেছেন। তার সঙ্গে বামদিকে ছিলেন গ্রিজম্যান ও ডানদিকে আরেক তরুণ আনসু ফাটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেতিয়েন বলেছিলেন তিনি কখনই দল বাজে খেলে জিতেছে এই মন্তব্য শুনে বাড়ি ফিরবেন না। একের পর এক আক্রমণ শানানো বার্সা ম্যাচের সাত মিনিটে ভাল সুযোগ সৃষ্টি করে। ডানদিকে ফাটিকে পাস দিয়েছিলেন গ্রিজম্যান। কিন্তু ফাটির শট রুখে দেন গ্রানাডা গোলরক্ষক রুই সিলভা। এর পরপরই আরেকটি ভাল সুযোগ নষ্ট করেন ফাটি। ১৪ মিনিটে ডি বক্সের সামনে মেসিকে ফাউল করায় ফ্রিকিক পায় বার্সা। কিন্তু মেসির ফ্রিকিক ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। বিরতির পর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ৬৭ মিনিটে এটেকির শট পোস্টে লেগে ফেরত আসে। ৭৬ মিনিটে গ্রিজম্যান ও ভিদালের সহায়তায় মেসি ডেডলক ভাঙ্গলে এগিয়ে যায় বার্সিলোনা। শেষ পর্যন্ত এই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে ২০টি করে ম্যাচ শেষে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট করে ভা-ারে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের। তবে গোলগড়ে বার্সা এক ও রিয়াল দুইয়ে অবস্থান করছে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত বার্সা কোচ সেতিয়েন বলেন, আমি দলের মধ্যে অনেকগুলো বিষয় দেখেছি যা আমি বারবার দেখতে চাই। এর আগে এ্যাটলেটিকোর বিরুদ্ধে গত সপ্তাহেও আমি বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করে ফেলেছি। আসলে বার্সা দলটি এমনই। তাদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে।
×