ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না বাংলাদেশ

সেমিতে বুরুন্ডিকে হারানোর ছক কষছেন জেমি

প্রকাশিত: ১১:৩৬, ২১ জানুয়ারি ২০২০

  সেমিতে বুরুন্ডিকে হারানোর ছক কষছেন জেমি

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরিতে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। অসুস্থতায় ইয়াসিন খান। তবুও মাঠের পারর্ফমেন্সে বাংলাদেশ বুঝতে দেয়নি কারোর অভাব। বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলছেন একটা দল হয়ে খেলার ফলেই এসেছে এমন সাফল্য। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের আনন্দ দ্বিগুণ হয়েছে মতিন মিয়ার। অভিষিক্ত মানিক, অদম্য বিশ্বনাথ, রাফি নাকি তুরুপের তাস পজিশন বদলে খেলা মতিন মিয়া। নাকি রক্ষণাত্মকের খোলস ছেড়ে কোচের আক্রমণাত্মক ফর্মেশন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয়ের কারণ বোধহয় সবগুলোই। সব কথার শেষ কথা হচ্ছে বাংলাদেশ এখন বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে। যেখানে ২৩ জানুয়ারি তাদের প্রতিপক্ষ আফ্রিকান দেশ বুরুন্ডি। গত বছরের অক্টোবরে ভুটানবধের পর আবারও আন্তর্জাতিক ফুটবলে জয়। যেখানে লেটার মার্কস পেল টিম এ্যাফোর্ড। কোচ বলছেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই শিখেছে তার দল। বি-গ্রুপে দারুণ ফুটবল আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে বুরুন্ডি। সেমির মঞ্চে আফ্রিকার দেশটির বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশের ফুটবলারদের ধরে রাখতে হবে লঙ্কা বধের ফর্ম। প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল- সেটা পূরণ হয়েছে বাংলাদেশ কোচ জেমি ডে’র। এখন তার চোখ ফাইনালে। লক্ষ্যের দ্বিতীয় ধাপ পূরণ করতে বাংলাদেশকে হারাতে হবে বুরুন্ডিকে। সোমবার বাংলাদেশ দল কোন অনুশীলন করেনি মাঠে। এদিন তাদের ছিল রিকভারি সেশন। ফুটবলাররা সুইমিং এবং জিম করেছেন বলে জানায় বাফুফে। যে দলটি বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নাম হলেও ফিফা র‌্যাঙ্কিং বলছে, তারা আফ্রিকা অঞ্চলে বেশ মাথা উঁচু করেই আছে। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে তাদের যোগ্যতার প্রমাণও করেছে দলটি। সহজ দুই জয়ে জায়গা করে নিয়েছে শেষ চারে। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়া ৬ দেশের মধ্যে কাগজ-কলমে বুরুন্ডি শক্তিতে দ্বিতীয় অবস্থানে। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই সম্ভাব্য দুই ফাইনালিস্টের একটি হিসেবে দেশটির নামও বলেছেন। দুই ম্যাচে ৭ গোল দিয়ে নিজেদের সেই জাতটা চিনিয়েছেন বুরুন্ডির ফুটবলাররা। বাংলাদেশ কোচ জেমি ডে তাই তো সেমিফাইনালে বুরুন্ডির আক্রমণভাগ নিয়েই আছেন যত ভয়ে। তার ওপর তার নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ লালকার্ড পাওয়ায় সেমির ম্যাচে খেলতে পারবেন না। ফলে ওই ম্যাচে বুরুন্ডিই ফেবারিট। র‌্যাঙ্কিংয়েও তারা (১৫১) বাংলাদেশের (১৮৭) চেয়ে অনেক এগিয়ে। তাদের আক্রমণভাগও বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। শারীরকভাবেও তারা অনেক এগিয়ে। জেমির মতে ম্যাচটি ৬০-৪০ হবে। মিডফিল্ডার মানিক মোল্লার অভিষেক হয়েছে আগের ম্যাচে। তার পারফর্মেন্স নিয়ে জেমি অনেক সন্তুষ্ট। তবে তিনি যার জায়াগায় খেলেছেন, সেই চোটগ্রস্ত অধিনায়ক জামাল ভুঁইয়ার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান জেমি। সেমির ম্যাচে তার খেলার সম্ভাবনা আছে বলে জানান তিনি। সেক্ষেত্রে একটি সমস্যা হতে পারে। মানিক যেহেতু জামালের পজিশনেরই খেলোয়াড়, সেক্ষেত্রে জামাল ফিরলে মানিককে প্রথম একাদশে খেলানোর সম্ভাবনা কতটা? জেমি অবশ্য মানিককে একাদশে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বুরুন্ডির আক্রমণভাগ শক্তিশালী। অথচ সেমির ম্যাচে কার্ড পাওয়ায় খেলবেন না তপু বর্মণ। এ প্রসঙ্গে জেমি’র ভরসা অন্য ডিফেন্ডারদের ওপর। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করবেন বলে বিশ্বাস তার। জেমি আরও বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তপুর লালকার্ড পাওয়াটা ছিল খুবই হতাশার। জামাল ইনজুরিতে, ইয়াসিনও ক্যাম্প ছেড়েছে। বুরুন্ডি আফ্রিকান দল, অনেক শক্তিশালী। সেমিতে ওদের বিপক্ষে কাজটা আরও কঠিন হবে।’ ফিনিশিং দুর্বলতা শ্রীলঙ্কা ম্যাচে চোখে পড়েনি, তাতে স্বস্তি পাচ্ছেন জেমি। তারপরও উন্নতির সুযোগ দেখছেন এই ব্রিটিশ হেড কোচ। এখন দেখার বিষয়, সেমির ম্যাচে বুরুন্ডিকে হারাতে পারে কি না বাংলাদেশ।
×