ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমজানে ১৭ পণ্য দ্রুত আমদানি করতে ব্যাংকগুলোকে নির্দেশ

প্রকাশিত: ১০:৫৮, ২১ জানুয়ারি ২০২০

 রমজানে ১৭ পণ্য  দ্রুত আমদানি করতে  ব্যাংকগুলোকে নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, চিনি, সয়াবিন তেলসহ ১৭টি পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলাসহ যাবতীয় কার্যক্রম নির্বিঘœ ও দ্রুতগতিতে সম্পন্ন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে সোমবার এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ৯ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা গবর্নর ফজলে কবিরের কাছে পাঠানো এক চিঠিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি কার্যক্রম নির্বিঘœ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। চিঠিতে ১৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকাও দিয়ে দেয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে সোমবার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
×