ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিয়ে বাড়ির খাবার খেয়ে শতাধিক অসুস্থ

প্রকাশিত: ০৯:৫০, ২১ জানুয়ারি ২০২০

 বিয়ে বাড়ির খাবার খেয়ে শতাধিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ২০ জানুয়ারি ॥ নলছিটিতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। রবিবার রাত ৮টায় এদের মধ্যে ১০৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং অন্যরা বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। রবিবার দুপুরে নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার দুপুরের পর থেকে রোগীরা কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থরা বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা ধারণা করছে বিয়ে অনুষ্ঠানে দই যারা খেয়েছেন তারাই ফুড পয়জোনিনে আক্রান্ত হয়েছে এবং যারা খায়নি তাদের কোন সমস্যা হয়নি। অসুস্থদের স্বজনরা জানায়, রবিবার দুপুরে প্রতাপ গ্রামে ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ২৫০ জন।
×