ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় যুবক হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:৪৯, ২১ জানুয়ারি ২০২০

 খুলনায় যুবক হত্যার  দায়ে ৬ জনের  যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রিপন রায় (১৯) নামের এক যুবককে হত্যার দায়ে ৬ আসাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করে। নিহত রিপন রায় বউপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের রাম প্রসাদ রায়ের ছেলে। তিনি স্থানীয় বাজারের সিব্যবসায়ী ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বউপজেলার বৃত্তি শলুয়া এলাকার নূর মোহাম্মদের ছেলে রুজ্জামান ঘরামি, পারশেমামদ সরদারের ছেলে হুমায়ুন সরদার এবং গাওঘরা গ্রামের আমদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নূর শেখের ছেলে এনামুল শেখ, খালেক শেখের ছেলে কাদের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ। এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১ এ্রল রাতে বটিয়াঘাটা উপজেলার গঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে রিপন তার ব্যবসা প্রতিষ্ঠান (সি দোকান) থেকে বাফিরলেন। আসাপূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। পরদন সকালে বৃত্তি খলশীবুগ্রামের রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুকে খবর দেয়। পরে বথানা পুরিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা ম্যোল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ২ এ্রল নিহত রিপনের বাবা রাম প্রসাদ বাদী হয়ে বথানায় হত্যা মামলা দায়ের করেন।
×