ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় তিন মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:৪৯, ২১ জানুয়ারি ২০২০

 আশুলিয়ায় তিন  মৃতদেহ উদ্ধার

সংবাদদাতা, সাভার, ২০ জানুয়ারি ॥ আশুলিয়ায় পৃথক ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে আশুলিয়া থানাধীন নিরিবিলি, গাজিরচট ও পল্লীবিদ্যুত এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্ন বিলাস প্রজেক্টের সপ্তম তলাবিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনে সাটারিংয়ের কাজ করছিলেন কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকার বালাপুর গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে মমিনুর রহমান। এ সময় চতুর্থ তলা থেকে অনবধানবশত সে নিচে পড়ে যায়। পরে তার সহকর্মী অন্য নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুরকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশটি উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, পরিবারের সঙ্গে অভিমান করে নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শরীয়তপুর জেলার সখিপুর থানার মিয়ারচর গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে শাহানাজ আক্তার (১৬)। সে গাজীরচট আড়িআড়া মোড় এলাকার ফজলু বিশ্বাসের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আনজিরা গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এছাড়া, পল্লীবিদ্যুত পূর্ব ডেন্ডাবর এলাকার একটি নালা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি স্থানীয়দের তত্ত্ববধানে দাফন করা হয়।
×