ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে রোধে সভা

প্রকাশিত: ০৯:৪৭, ২১ জানুয়ারি ২০২০

 বাল্যবিয়ে রোধে সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাল্যবিয়ে রোধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নীলফামারী জেলা শহরের বাড়াইপাড়ায় আরডিআরএস বাংলাদেশ নীলফামারী শাখার সম্মেলন কক্ষে ইউনিসেফের আয়োজনে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা বাল্যবিয়ে রোধে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের কান্ট্রি প্রোগ্রামের ডকুমেন্ট ২০১৭-২০১৯ এর কর্মসূচীর আউটপুট তুলে ধরেন। এতে দেখা যায় বিগত সময়ের চেয়ে ২৩ ভাগ বাল্যবিয়ের হার কমেছে। আগামীতে বাল্যবিয়ের হার আরও কমিয়ে আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়।
×