ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ০৯:৪৬, ২১ জানুয়ারি ২০২০

  পাবনায় সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২০ জানুয়ারি ॥ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের কাশিনাথপুর বেঙ্গল মিটের কাছে বিপরীতমুখী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক রনি নিহত হয়েছে। নিহত রনি সাঁথিয়া উপজেলার মস্টিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। রবিবার রাত ৮টার সময় এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, রনি বগুড়া-নগরবাড়ী সড়ক ধরে একে বেঁকে মোটরসাইকেল চালিয়ে কাশিনাথপুর আসার সময় দুর্ঘটনাস্থলে বিপরীতমুখী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় ঘটনাস্থলেই রনির মৃত্যু ঘটে। রূপগঞ্জ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ থেকে জানান, বাসচাপায় মফিজুল নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শিবগঞ্জ কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে। পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত একটি রিক্সাকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিক্সাচালক মফিজুল মারা যায়। সিদ্ধিরগঞ্জ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জে একটি কাঠ বোঝাই ট্রাকের চাপায় সালাহউদ্দিন শিকদার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাহউদ্দিন শিকদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার মৃত রহম আলীর ছেলে। পুলিশ ও নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, সালাহউদ্দিন শিকদার মোটর সাইকেল যোগে শিমরাইল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আসছিল। এ সময় একই দিন থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। সাভার সংবাদদাতা, সাভার থেকে জানান, ধামরাইয়ে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বালিয়া পাড়া জালসা এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। জানা গেছে, এদিন বিকেলে ধামরাইয়ের জালসা এলাকা থেকে কাওয়ালিপাড়া মোটরসাইকেলে করে যাচ্ছিল আজিজুল। এ সময় মোটরসাইকেলটি জালসা বউবাজার এলাকায় পৌঁছলে সাটুরিয়াগামী একটি ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
×