ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্পকলায় আজ ‘গুণজান বিবির পালা’

প্রকাশিত: ০৯:৪৩, ২১ জানুয়ারি ২০২০

 পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্পকলায় আজ ‘গুণজান বিবির পালা’

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ১৯৭৮ সালের ২১ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠা হয়। সংগঠনটির আজ ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনকে উদযাপন করতে বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে আড্ডা, স্মৃতিচারণ, চা-চক্র এবং সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে ‘গুণজান বিবির পালা’ নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। ‘গুণজান বিবির পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা, শাখাওয়াত হোসেন শিমুল, সালমান শুভ, ইকরাম, চমক, শরিফুল ইসলাম, মোঃ ইমরান, জিতু, জবা, জীবন, শোভন, প্রান্ত, রোজা। মঞ্চ-সঞ্জীব কুমার দে, আলো-আতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি-সাঈদা শামছি আরা, সঙ্গীত-হুমায়ন আজম রেওয়াজ, জামান, অমল ও ফয়েজ। প্রযোজনা অধিকর্তা-সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। একটি থিয়েটার দল যারা কিনা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান, নাটক প্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজি তিনি। দলটির একটি নাটক পালা আকারে মঞ্চায়ন করা হবে, যা সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুণজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে। তবে শেষ পর্যন্ত মঞ্চে এ কার গল্প তুলে ধরা হলো, এ কোন্ ‘গুণজান’ এসে দাঁড়ায়?
×