ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৯ বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি চীনে

প্রকাশিত: ০৯:৩৯, ২১ জানুয়ারি ২০২০

 ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি চীনে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি হয়েছে চীনে। গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটির মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক এক শূন্য শতাংশ। সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এই তথ্য প্রকাশ করেছে। ১৯৯০ সালের পর থেকে ৬ দশমিক ১ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে আসছে চীন। সবশেষ ২০১৮ সালে প্রবৃদ্ধি হয় সাড়ে ৬ শতাংশের বেশি। বিশ্লেষকরা বলছেন, দেশটির অভ্যন্তরীণ পণ্য চাহিদা কমে যাওয়া এবং চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বের প্রভাবে ধীর গতি ছিল প্রবৃদ্ধিতে। এনবিএসের তথ্যমতে, প্রবৃদ্ধিতে ধীরগতি থাকলেও স্থিতিশীলতা ছিল কর্মসংস্থানে। পূরণ হয়েছে নির্ধারিত লক্ষ্যমাত্রাও। সেইসঙ্গে বেকারত্বের হার সরকারের পূর্বাভাসের চেয়েও কম ছিল।
×