ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ০৯:৩৯, ২১ জানুয়ারি ২০২০

 আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। দিনের ব্যবধানে প্রায় দুই ডলার বেড়ে যুক্তরাজ্যের বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৬৫ দশমিক ছয় এক ডলারে। অনেকটা সমহারে বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআই ক্রুড অয়েল ও ওপেক বাস্কেটে মজুদসহ সব ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড অয়েল ৫৯ দশমিক দুই পাঁচ ডলার এবং ওপেক বাস্কেটের তেল ৬৫ দশমিক ছয় দুই ডলারে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, পূর্ব ঘোষণা ছাড়াই লিবিয়া থেকে রফতানি বন্ধ হওয়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে।
×