ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৯:৩৭, ২১ জানুয়ারি ২০২০

 সংক্ষিপ্ত খবর

আমৃত্যু ক্ষমতায় থাকার ধারায় রাশিয়াকে নিতে চাই না ॥ পুতিন সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাবে সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিরোধীরা তার বিরুদ্ধে বিক্ষোভেরও ডাক দিয়েছে। অনেকেই আবার বলছেন, আজীবন ক্ষমতায় থাকতেই তিনি এটি করতে চাচ্ছেন। এ বিষয়ে পুতিন বলেছেন, ‘আমি সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়ের আমৃত্যু ক্ষমতায় থাকার ধারায় রাশিয়াকে ফিরিয়ে নিতে চাই না। পুতিন শনিবার রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া প্রবীণদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ও কেবিনেট নিয়োগের ক্ষমতা পার্লামেন্ট ও প্রেসিডেন্টের মধ্যে ভাগাভাগি করার প্রস্তাব দেন পুতিন। -রয়টার্স ভারতের কে-ফোর মিসাইলের সফল উৎক্ষেপণ পরমাণু অস্ত্র বহনে সক্ষম কে-ফোর মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত। অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি ভারতীয় নৌবাহিনীর শক্তি ব্যাপক বৃদ্ধি করবে বলে দেশটির সরকারের আশা। রবিবার ভোরে সমুদ্রের নিচে একটি প্ল্যাটফর্ম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি সাড়ে ৩ হাজার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) তৈরি এই মিসাইলকে শীঘ্রই আইএনএস আরিহান্ট শ্রেণীর পরমাণু সঞ্চালিত ডুবোজাহাজে যুক্ত করা হবে। কে-ফোর মিসাইল ক্ষেপণাস্ত্রটি ১২ মিটার দীর্ঘ এবং ওজন ১৭ টন। -এনডিটিভি যুক্তরাষ্ট্রের হনুলুলুতে দুই পুলিশকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে এক ব্যক্তির গুলিতে ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে ডায়মন্ড হেড এলাকায় এ ঘটনা ঘটে। তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রবিবার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। -সিএনএন লেবাননে সংঘর্ষে আহত ৪শ’ লেবাননে শনিবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে । এতে উভয়পক্ষে ৪শ’ জনের বেশি আহত হয়েছেন। ৩ মাস ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একদিনে সর্বোচ্চ আহতের ঘটনা এটি। রেডক্রস জানিয়েছে, তারা ৮০ আহতকে হাসপাতালে নেয়া হয়েছে, ১৪০ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। অক্টোবর থেকে লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। -টিআরটি ওয়ার্ল্ড চীনের জিনজিয়াংয়ে ৬.৪ মাত্রার ভূমিকম্প চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে উইগুর অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার রাতে প্রাচীন সিল্ক রোড শহর কাশগড়ের ১০০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উপকেন্দ্র অগভীর, অর্থাৎ ভূপৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি। উৎপত্তি স্থলের কাছাকাছি এলাকায় মানুষজনের বসতি খুব বেশি না থাকলেও যেসব বাড়িঘর আছে তার অনেকাংশই মেটে ইট দিয়ে নির্মিত। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এটি মূলত পাহাড়ী ও মরুভূমি অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, এ ভূমিকম্পের ফলে হতাহতের সম্ভাবনা কম। চীনে নিয়মিতই ভূমিকম্প আঘাত হানে।-সিনহুয়া সুড়ঙ্গ ধ্বংসের পর সেন্সর বসাচ্ছে ইসরাইল লেবানন সীমান্তে মাটির নিচে বৈদ্যুতিক সেন্সর বসাচ্ছে ইসরাইল। এই লক্ষ্যে রবিবার থেকে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। ইসরাইল বলেছে, সীমান্তে লেবাননের হিজবুল্লাহর গোপন সুড়ঙ্গ ধ্বংসের পর সেসব জায়গায় সেন্সর বসানো হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস বলেছেন, ‘সীমান্তের বিভিন্ন স্থানে আমরা মাটিতে একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছি।’ ইসরাইলের মিসগাভের কিবুজ শহর থেকে রবিবার এ কাজের উদ্বোধন হয়। গত বছর ইসরাইল দাবি করে, সীমান্তে তারা বেশ কয়েকটা টানেল খুঁজে পেয়েছে। এরপর ওই সব টানেল হিজবুল্লাহর তৈরি বলে সেগুলো ধ্বংসে অভিযানে নামে ইসরাইলি সেনাবাহিনী। ওই সময় তারা জানায়, নিজ দেশের নিরাপত্তায় ইসরাইলি ভূখ-ের সুড়ঙ্গ ধ্বংস করে দেয়া হচ্ছে। গোপন সুড়ঙ্গের জন্য লেবানন সরকারকে দায়ী করে ইসরাইল বলছে, এর মাধ্যমে লেবানিজরাই ঝুঁকির মুখে পড়বে। ইসরাইলে হামলার উদ্দেশেই এগুলো তৈরি করা হয়েছিল। ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরাইল। দু’পক্ষের মাসব্যাপী যুদ্ধে ১ হাজারের বেশি লেবানিজের পাশাপাশি ১৫৯ জন ইসরাইলি সেনা নিহত হয়। এরপর থেকেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। -রয়টার্স
×