ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ০৯:২৭, ২০ জানুয়ারি ২০২০

আড়াইহাজারে দুটি পক্ষের  মধ্যে সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার নয়নাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নয়নাবাদ এলাকায় রফিক গং ও ছালাম গংয়ের মধ্যে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় চলে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হয়। আহতদের মধ্যে মোরশেদ ভূঁইয়া, নোয়াব মিয়া, কামরুল ভূঁইয়া, আঃ ছালাম, সফিউদ্দিন, মেহেরুন, আক্তার হোসেন, আবুল হোসেন, বিল্লাল, রফিকুল, তানভীর, হামিদা বেগম ও জামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আক্তার হোসেন জানান, নয়নাবাদ এলাকার আজিজুলের একটি জমি বন্ধক নেন আব্দুস ছালাম। উক্ত জমিতে গরুর জন্য ঘাস চাষ করা হয়। রবিবার বিকেলে ঘাস কাটতে গেলে পাশের জমির মালিক বিল্লালের সঙ্গে ছালামের কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে তেতুঁইতলা এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নয়নাবাদ এলাকায় হামলা চালায়। তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছে। প্রতিপক্ষ আহত বিল্লাল হোসেন জানান, ছালাম দলবল নিয়ে তার পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েক আহত হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চড়-থাপ্পড়ে কয়েকজন আহত হয়েছে। তবে সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দিতে থানায় আসেনি।
×