ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফল সেতুর কাজ বন্ধ ॥ দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ০৮:১৭, ২১ জানুয়ারি ২০২০

 বাউফল সেতুর কাজ  বন্ধ ॥ দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ জানুয়ারি ॥ বাউফল পৌর শহরের পাবলিকমাঠ সংলগ্ন খালের ওপর এলজিইডির ‘উপজেলা ইউনিয়ন সড়কে বৃহৎ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের আওতায় ও এলজিইডির তত্ত্বাবধানে কাশেম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতুটি নির্মাণের জন্য গত বছর ২৪ অক্টোবর কার্যাদেশ প্রদান করা হয়। চলতি বছরের ১৬ অক্টোবরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা। সেই অনুযায়ী একই বছরের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির দক্ষিণ পাশে উইংওয়াল ও উত্তর পাশে সিটুপাইল করা হয়। এরপর অক্টোবর মাস থেকে রহস্যজনক কারণে সেতুটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অপর একটি একটি সূত্র জানায়, পাবলিকমাঠ টু বাংলাবাজার মূলসড়ক থেকে সেতুটি উইংওয়াল সামন্য পশ্চিম দিকে সরে আসায় সেতুর উত্তর পাশের অপর অংশ দোকপাঠের উপর পরায় স্থানীয়রা বাধা দেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক বাসিন্দা অভিযোগ করেন, সেতুটির উত্তর পারে খালের মধ্যে সরকারী দলের এক প্রভাবশালী নেতার বহুতল মার্কেট রক্ষার জন্য সেতুটি ডিজাইনের বাইরে পশ্চিম দিকে সরিয়ে উইংওয়াল নির্মাণ করা হয়। এর ফলে সেতুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এখন সেতুটির ডিজাইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ জামাল হোসেন বলেন, ‘প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে কনসালটেন্ট সরেজমিন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করে অপত্তি জানান। এই কারণে নির্মাণ কাজ বন্ধ রেখে সেতুটি রিডিজাইনের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। ডিজাইন অনুমোদন হয়ে এলেই কাজ শুরু করা হবে। এ ছাড়াও একই প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পেছনে (ভিআইপি সড়কের মাথায়) ও আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাটের কাছে ২ কোটি ৮৭ লাখ টাকা করে মোট ৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে অপর দুটি সেতু নির্মাণের কাজও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।এসব সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যানবাহন চলাচল করতে পারছে না।
×