ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪৯ দিন শিকলে বেঁধে শ্রমিককে নির্যাতন ॥ ইটভাঁটি মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৪, ২১ জানুয়ারি ২০২০

  ৪৯ দিন শিকলে বেঁধে শ্রমিককে নির্যাতন ॥ ইটভাঁটি মালিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২০ জানুয়ারি ॥ কালিয়া উপজেলার বড়নালে অবস্থিত এসএমবি ইটভাঁটিতে সালাউদ্দিন গাজী (২৭) নামে এক শ্রমিককে শিকলে বেঁধে ৪৯ দিন ধরে নির্যাতনের পর রবিবার রাতে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ইটভাঁটির মালিক ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিককে (৪৫) আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া শ্রমিক সালাউদ্দিনের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৯ সালের ৩০ নবেম্বর বরিশালের মুলাদী থেকে র‌্যাব পরিচয়ে সালাউদ্দিনকে অপহরণ করে এনে সাবেক চেয়ারম্যান মানিরুল ইসলামের ভাঁটিতে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালাত চেয়ারম্যান ও তার লোকজন। সালাউদ্দিনের শ্বশুরের কাছে ইটভাঁটিার মালিকের পাওনা টাকাকে কেন্দ্র করে সালাউদ্দিনের ওপর নির্যাতন চালানো হতো বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ভাঁটি থেকে সালাউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×