ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূর্বাচলে গরু লুট আতঙ্কে কৃষকরা

প্রকাশিত: ০৮:১৩, ২১ জানুয়ারি ২০২০

  পূর্বাচলে গরু লুট  আতঙ্কে  কৃষকরা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকাগুলোতে গরু লুটের হিড়িক পড়েছে। ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতদল বসতবাড়িতে হানা দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে কৃষকদের পালিত গরু। প্রায় প্রতিদিনই ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হানা দিচ্ছে গ্রামগুলোতে। সশস্ত্র ডাকাতদলের ভয়ে নিজের পালের গরু তুলে দিতে হচ্ছে ডাকাতদের হাতে। বর্তমানে গ্রামগুলোতে গরু লুট আতঙ্ক বিরাজ করছে। এখন স্থানীয় কৃষকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। গরুসহ জানমাল রক্ষায় রাতভর পাহারা দিয়ে যাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়ন এলাকাটি কৃষিনির্ভর। এ দুটি ইউনিয়নের মানুষ কৃষি ও সবজি চাষের ওপর নির্ভর ছিল। পূর্বাচল উপশহর গড়ে উঠার পর থেকে নিজের বা অন্যের প্লটে ঘর নির্মাণ করে স্থানীয় অনেকেই বসবাস করে আসছেন। আর বেশির ভাগ কৃষক গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। বিশেষ করে ২নং সেক্টরের সিটি মার্কেট, সুলফিনা, আলমপুর, হারারবাড়ি, পর্শি, পাঁচবাগ দড়িগুতিয়াবো বাজার, গোপিন্দপুর, কামতা, গোয়ালপাড়া, ধামছি, গুচ্ছগ্রাম, কালনি, ফেরচাইত, জিন্দাসহ বেশ কয়েক গ্রামে এখন গরু লুট আতঙ্কে কৃষকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
×