ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৭ মামলার আসামি সুমী পুলিশের খাতায় পলাতক

প্রকাশিত: ০৮:১৩, ২১ জানুয়ারি ২০২০

  ২৭ মামলার আসামি সুমী পুলিশের  খাতায় পলাতক

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২০ জানুয়ারি ॥ ভৈরবের পঞ্চবটি পুকুরপাড়ের মাদক সম্রাজ্ঞী সুমী বেগম ২৭টি মাদক মামলার আসামি। পুলিশের খাতায় সে পলাতক হলেও প্রকাশ্যে চলে তার মাদক ব্যবসা। সর্বশেষ ১২ জানুয়ারি ভৈরববাজার বাগানবাড়ি এলাকা থেকে ১শত বোতল ভারতীয় ফেনসিডিলসহ তার ভাগিনা জীবনকে আটক করে পুলিশ। এ সময় সুমী পালিয়ে যায়। পলাতক দেখিয়ে মামলা দেয়া হলেও পুলিশ তাকে ধরছে না। জানা গেছে, মাদক সম্রাজ্ঞী সুমী বেগম ভৈরবের পঞ্চবটি এলাকায় বসবাস করে। তার স্বামী জাহাঙ্গীর আখাউড়ার নূরপুর এলাকার মাদক চোরাকারবারি। স্বামী মাদক চোরাকারবারির সুবাধে সীমান্ত এলাকা থেকে মাদক সহজেই ভৈরব চলে আসে। সে এলাকায় মাদক ডিলার নামে পরিচিত। তার ভাই শানু মিয়া পুলিশের সোর্সের কাজ করে। ফলে ভাইয়ের শেল্টারে সুমী প্রকাশ্যে মাদক বেচা-কেনা করছে। তার বিরুদ্ধে ভৈরব থানায় ১২টি মামলাসহ কিশোরগঞ্জ, রেলওয়ে থানা, বি-বাড়িয়া, আখাউড়া, আশুগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ২৭টি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মাদক সম্রাজ্ঞী সুমীর এতই দাপট পুলিশ তাকে ধরা তো দূরের কথা তার কথামতো পুলিশকে কাজ করতে হয়। গতমাসে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে ধরতে যাওয়ায় সেই অফিসারদের বিরুদ্ধে মিথ্যা ঘুষ নেয়ার অভিযোগ তুলে। ফলে ফাঁড়ির দুই অফিসারকে অন্যত্র বদলি করতে হয়। পুলিশ অফিসারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পার পেয়ে যাওয়ায় এবার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দিয়েছে এই মাদক সম্রাজ্ঞী।
×