ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহসান উল্লাহ মাস্টারের খুনিকে জাপার নেতা নির্বাচনের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৪, ২০ জানুয়ারি ২০২০

আহসান উল্লাহ মাস্টারের খুনিকে জাপার নেতা নির্বাচনের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকাণ্ডের বিচারের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত করার প্রতিবাদে টঙ্গীর রাজপথে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী থানা ছাত্রলীগ। সোমবার দুপুরে টঙ্গী কলেজ গেট থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে রাজপথ অবরোধ করে। এ সময় মহাসড়কে আধা ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে। বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দগণ অংশ নেন। টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, আমান উদ্দিন সরকার, কাজী সেলিম, এম এ নাসির উদ্দিন, কাজী মনজুর, রেজাউল করিম, নাসির উদ্দীন মোল্লা, জাকির হাসান খোকন, মামুন, পলাশ, আসাদুল কবির ও নাজমা হোসেন প্রমূখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আদালতের রায়ে চিহ্নিত খুনি মৃত্যুদন্ডপ্রাপ্ত নূরুল ইসলাম দীপুকে আগামী ৭ দিনের মধ্যে জাতীয় পার্টি থেকে অব্যাহতি না দিলে টঙ্গী-গাজীপুরসহ সারা দেশে জাতীয় পার্টির সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি টঙ্গী-গাজীপুরের সকল রাস্তা-ঘাটও বন্ধের হুমকিও দেয়া হয় সমাবেশে। জাতীয় পাটির জিএম কাদেরের উদ্দেশ্যে প্রশ্ন করে বলা হয়, নেতার কি অভাব পড়ে গেছে যে, একজন আদালত স্বীকৃত রায়ে মৃত্যুদন্ডে দন্ডিত ১৬ বছরের বিদেশ পলাতক আসামীকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের পদে আনতে হবে।
×