ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরএমএসএস সম্মাননা পেলেন ড. হাবিবা খাতুন

প্রকাশিত: ১২:৫১, ২০ জানুয়ারি ২০২০

  আরএমএসএস সম্মাননা পেলেন  ড. হাবিবা খাতুন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য এবার ‘রমিজা খাতুন-মোশাররফ হোসেন স্মৃতি সংসদ’ (আরএমএসএস) সম্মাননা স্মারক ২০২০ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ডিন ও চেয়ারম্যান অধ্যাপক ড. হাবিবা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তার নামে খোলা হয়েছে (ড. হাবিবা খাতুন) দুটি ট্রাস্ট ফান্ড। এর মধ্যে একটি থেকে প্রত্যেক বছর অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় এবং অন্যটি দিয়ে পরিচালিত হয় ট্রাস্ট ফান্ড লেকচার। গত ১১ জানুয়ারি ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আট তলায় আয়োজিত এক অনুষ্ঠানে নীলফামারীর ডোমার উপজেলার উক্ত স্মৃতি সংসদ তাকে এই সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রফেসর অনামিকা হক লিলি ও ড. নূরজাহান সরকার। ড. হাবিবা খাতুন দীর্ঘ তিন দশকের বেশি সময় ঢাবির উক্ত বিভাগে শিক্ষকতা এবং গবেষণা কাজে নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি সন্তানদের সঙ্গে অবসর জীবন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। -বিজ্ঞপ্তি
×